বিজ্ঞাপন
তানজিম তানিমের পাঠকবাড়ি গ্রুপের আয়োজনে ইফতার অনুষ্ঠান
বিজ্ঞাপন
মো: সিফাত ই মঞ্জুর রোমান,
বরিশাল:
১৮মার্চ (সোমবার) বর্তমান সময়ের জনপ্রিয় লেখক তানজিম তানিম-এর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ মতিঝিলের রহমান এন্ড রহমান চেম্বারে তানজিম তানিমের পাঠকবাড়ি গ্রুপের পক্ষ থেকে এক ইফতারের আয়োজন করা হয়।
উক্ত ইফতারে তানজিম তানিমসহ উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় লেখক মোঃ সিরাজুল ইসলাম এফসিএ, কবি সাহেব খ্যাত মুহাম্মাদ ইব্রাহীম, লেখিকা ফারজানা ববি, কবি শাহ্ কামাল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিবিএস, বইফেরী, বইবাজার, বুক এক্সপ্রেস, দ্যা স্টোরি কিপার, দূরবীনসহ বিভিন্ন অনলাইন বুকশপের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে তানজিম তানিম তার বক্তব্যে বলেন, "মাদক নয়, পৃথিবী যেন বইয়ে আসক্ত হয়।" তিনি অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার জন্য ইমিগ্রেশন ওয়ার্ল্ড এবং কোয়ালিটি সেল বিডি ডট কমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পাঠকবাড়ির একঝাঁক বইপড়ুয়া তরুণের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন