শনিবার; ২৭ জুলাই, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চলমান কোটা আন্দোলনে কুড়িগ্রামে ৩জন নিহতের দাবি কুড়িগ্রামের রাজারহাটে কোটা সংষ্কারের দাবীতে বিক্ষোভ মিছিল কুড়িগ্রামের নাগেশ্বরীতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের বাধা কুড়িগ্রামের চিলমারীতে পুলিশি বাধায় শিক্ষার্থীদের বিক্ষোভ নদী ভাঙনে নিঃস্ব তিস্তা পাড়ের হাজারো পরিবার
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে একীভূতকরণের কৌশল শিখন-শেখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: শুক্রবার; ১০ নভেম্বর, ২০২৩ খ্রি. - ০৯:২৩ পি.এম. | দেখেছেন: ২২৩৯ জন।

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে একীভূতকরণের কৌশল শিখন-শেখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ

 

 

 

লারমনিরহাটে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে একীভূতকরণের কৌশল শিখন-শেখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ১০ নভেম্বর সকাল১০ টায় লালমনিরহাট জেলার সদর উপজেলার খোর্দ্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে একীভূতকরণের কৌশল : শিখন-শেখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

একীভূতকরণের কৌশল : শিখন-শেখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরিচালক (প্রকিউরমেন্ট) ও মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হামিদুল হক, ড. নুরুল আমিন চৌধুরী, উপপরিচালক(পরিকল্পনা উন্নয়ন) এবং মুজাহিদুল ইসলাম উপপরিচালক, রংপুর। পরিদর্শনকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

 

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য USAID-এর সবাই মিলি শিখি প্রকল্প ও RTI International এর সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিস ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণে সদর উপজেলার ২৯ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রিয়াজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সদর লালমনিরহাট, আলেয়া ফেরদৌসী , প্রধান শিক্ষক, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, লালমনিরহাট। প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন USAID-এর সবাই মিলি শিখি প্রকল্প প্রতিনিধি  শ্রী নির্মল রায়।

 

সবাই মিলে শিখি প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিশুদের প্রধানত প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, তাদের যোগ্যতা অর্জন ও  অংশীজনের কাছে গ্রহণযোগ্যতা সৃষ্টির মাধ্যমে তাদের শিখন মান উন্নয়নে কাজ করছে। 

 

এ প্রকল্পটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অনুমোদনক্রমে  ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের ৯ টি জেলার ১৬টি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সরাসরি কার্যক্রম পরিচালনার পাশাপাশি আরো ২০টি উপজেলাসহ মোট ৩৬ টি উপজেলার মোট ৫ হাজারের অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ হাজারের অধিক শিক্ষক বৃন্দকে একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদানে সহায়তা করছে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন