বিজ্ঞাপন
মনোহরদীতে সন্ত্রাসী বাহিনী'র হামলায় বিএনপির নেতা আহত
বিজ্ঞাপন
বিশেষ প্রতিনিধি:
৩০ ডিসেম্বর, সোমবার নরসিংদীর মনোহরদীতে ইউপি চেয়ারম্যান এর সন্ত্রাসী বাহিনী হামলা আহত বিএনপির নেতা আলমগীর।
নরসিংদী জেলা মনোহরদী উপজেলা দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান মোঃ শরিফ মাহমুদ খাঁন বাহালু এর সন্ত্রাসী বাহিনী হামলায় বিএনপির নেতা আলমগীর আহত ও লাঞ্চিত নির্যাতিত হওয়ার ঘটনা ঘটেছে এক সালিশ দরবারে। স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গে চেয়ারম্যান মেম্বার উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে।
২৮ /১২/২০২৪ই তারিখ রোজ শনিবার মনোহরদী উপজেলা দৌলতপুর ইউনিয়ন কোচেরচর গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধিতা কেন্দ্র করে এক সালিশ দরবারে সভাপতিত্ব করেন শরিফ মাহমুদ খাঁন বাহালু আর সালিশ দরবারে বাদী পক্ষ মোঃ রাশিদুল হক শাহিন আর বিবাদী মোঃ ফজলুর রহমান খাঁন এর পক্ষে শরিফ মাহমুদ খাঁন বাহালু একভাবে সিন্ধান্ত নেওয়া ও বল প্রয়োগ করার কারণে সালিশ দরবারে হড্ড গোল শুরু হয়ে যায় এক পর্যায়ে শরিফ মাহমুদ খাঁন বাহালু চড়া হয়ে রাশিদুল হক শাহিনের মামা আলমগীকে মারার জন্য চেয়ারম্যান তার ছেলে নাদিম ও ভাতিজা নাঈমসহ সন্ত্রাসী দলবল নিয়ে হামলা চালায় এবং আলমগীরকে হত্যা করার জন্য চেষ্টা করলে উপস্থিত সালিশে দরবারে স্থানীয় মেম্বার গণ্য মান্য ব্যক্তিবর্গে সহযোগিতা তিনি প্রাণে রক্ষা পান।
সরজমিনে গিয়ে জানা যায় আলমগীর অবস্থা কিল-ঘুষি কারণে শরীলের বিভিন্ন স্থানে বেদনাদায়ক হওয়ায় স্থানীয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় বাদী হয়ে রাশিদুল হক শাহিন মনোহরদী মডেল থানা জিডি করেন। জিডি নং ১৩৩০।
বাদী রাশিদুল হক শাহিনের সাথে যোগাযোগ করে জানা যায়, তার আগেও একটি আইন আমান্য করেছে তারা এবং কোটে একটি মামলা হয় ১৪৫ ধারা জমির উপর ঐ জমিতে আইন অমান্য করে তারা কলাপাতার বেড়া দেওয়ার পর পুলিশ আসে ২২/১১/২০২৪ই তারিখ ঘটনা সত্যতা নিশ্চিত হওয়ার জন্য তারপর পুলিশ এসে বিস্তারিত ঘটনা সত্যতা প্রমাণ পেয়ে রাশিদুল হক শাহিনকে বলেন একটি অবিযোগ করার জন্য থানায় এসে। তার পর ২২/১১২০২৪ইং তারিখ রাশিদুল হক শাহিন থানায় একটি অবিযোগ করেন।
ভুক্তভুগী রাশিদুল হক শাহিন আরো বলেন,আমি আইন প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের সহযোগিতা চাচ্ছি প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন