সোমবার; ২১ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে আঃলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার আঃলীগ পরিবার প্রত্যয়নে মামলা থেকে অব্যাহতি, এখন বিএনপির নেতৃত্বে যাওয়ার চেষ্টা ফুলবাড়ীতে ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ রাজশাহীর শীলমাড়িয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু বারবার কথা দিয়েও কথা রাখেনি জনপ্রতিনিধিরা

পঞ্চগড় সদর থানা পুলিশ কর্তৃক ৩ জন প্রতারক ও চাঁদাবাজ আটক

প্রকাশিত: শুক্রবার; ৭ জুন, ২০২৪ খ্রি. - ১১:৫৬ পি.এম. | দেখেছেন: ১১৮ জন।

পঞ্চগড় সদর থানা পুলিশ কর্তৃক ৩ জন প্রতারক ও চাঁদাবাজ আটক

 

এ,কে,এম আসাদুজ্জামান রানা 
পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 

 

পঞ্চগড় জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এর দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানা মহোদয়ের তত্ত্বাবধানে ইং ০৬/০৬/২০২৪ তারিখ এস আই মুকুল চন্দ্র সেন সংগীয় এস আই মনিরুজ্জামান,  এএসআই আব্দুল কুদ্দুস সহ সংগাইয় ফোর্স মিলে পঞ্চগড় সদর থানা এলাকায় অভিযান পরিচালনা কালে পঞ্চগড় পৌরসভাধীন কায়েতপাড়াস্থ এলাকায় ধৃত আসামী ১) রনি ইসলাম, পিতা-আমিনুর, গ্রাম- কায়েতপাড়া ২) আবু তাহের বুলেট, পিতা- মৃত গোল বকস শেখ, গ্রাম- কায়েতপাড়া ৩) হিমেল, পিতা- মো: রবিউল ইসলাম, গ্রাম - ইসলামবাগ সর্ব থানা ও জেলা পঞ্চগড় গণকে প্রতারনার মাধ্যমে মারপিট করিয়া ভয়ভীতি দেখাইয়া টাকা আত্মসাৎ করার জন্য আটক করা হয়।

 

আসামীদের হেফাজত হইতে ৩৫০০/ ( তিন হাজার পাঁচশত টাকা) উদ্ধার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার মামলা নং ০৮ তারিখ ০৭/০৬/২০২৪ ধারা ৩৪২/৩২৩/৩৮৬/৪২০/৩৪ পেনাল কোড রুজু হয়।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন