বুধবার; ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে কেন্দ্রীয় জামায়াতের নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি পাথর চুরিকান্ডে ফের তিন জন আটক লালমনিরহাটে এটিএম আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ যতদিন পানি না আসবে ততদিন 'জাগো বাহে তিস্তা বাঁচাই' আন্দোলন: আমীর খসরু কুড়িগ্রামে 'অপারেশন ডেভিল হান্টে' আরো ১২ জন গ্রেফতার

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

আইফোনের জনপ্রিয় ফিচার পাবেন অ্যান্ড্রয়েড ফোনে

প্রকাশিত: শুক্রবার; ১৭ নভেম্বর, ২০২৩ খ্রি. - ১১:২৩ পি.এম. | দেখেছেন: ৩০৮ জন।

আইফোনের জনপ্রিয় ফিচার পাবেন অ্যান্ড্রয়েড ফোনে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

স্মার্টফোন হলেও অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে অনেক কারণেই আইফোন আলাদা। অ্যাপলের বিশেষ কিছু ফিচার মূলত আইফোনকে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে আলাদা করেছে।

 

তবে এবার অ্যাপলের একটি জনপ্রিয় ফিচার যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে। আন্ড্রয়েড ফোন নির্মাতা সংস্থা নাথিং তাদের ফোনে যুক্ত করছে ফিচারটি। আইফোনের সেই জরুরি ফিচার হলো আইমেসেজ। এটিও একটি এক্সক্লুসিভ ফিচার, যা কেবল অ্যাপল ইকোসিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ। এবার কোনো অ্যান্ড্রয়েড ফোনেও আসতে চলেছে এই আইমেসেজ ফিচারটি। এবারই প্রথম কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ফিচারটি পেতে চলেছে।

 

যে অ্যান্ড্রয়েড ফোনে আইমেসেজ দেওয়া হচ্ছে তার নাম নাথিং। সম্প্রতি নাথিং সিইও কার্ল পেই একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, শিগগির নাথিং ফোন ২-তে ব্যবহারকারীদের জন্য আইমেসেজ ফিচারটি রোলআউট করা হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বড় ফারাকটা যেখানে ছিল, তারও সমাধানসূত্র বের করে দিল নাথিং। নাথিং চ্যাটস নামক একটি ফিচার রয়েছে সংস্থার ঝুলিতে। এই নাথিং চ্যাটসের কারণেই আপনি অন্য যে কোনো ফোনে সরাসরি মেসেজ পাঠাতে পারবেন ব্লু বাবলস্-এর মাধ্যমে।


আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের নাথিং ফোন ২ ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে খুব শিগগির সব দেশেই উপলদ্ধ হবে ফোনটি।

 

 

সূত্র: দ্য ভার্জ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন