নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

আব্দুর রাজ্জাক রাজু
ববি প্রতিনিধি,
সারাদেশে চলমান নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ, বিচারহীনতা এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,বরিশাল বিশ্ববিদ্যালয়।
দুপুর ১২ নাগাদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩নং গেইটের সামনে এই কর্মসূচি পালন করে তারা।এ সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে আন্দোলনরত কর্মীরা।
এসময় ছাত্রদলের প্রতিনিধি জানান,"দেশে চলমান পরিস্থিতি ও অন্যায়ের সুষ্ঠ বিচার করতে না পারায় বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ। এবং কোন নির্বাচিত সরকার না আসলে এই রকম পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব না।" আন্দোলনরত ছাত্রদলের আরেক প্রতিনিধি জানান," জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা একটি সরকারের প্রধান কর্তব্য, বর্তমান অন্তর্বর্তী সরকার সেই কর্তব্য পালনে ব্যর্থ।
তাই দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে না পারলে এই খারাপ সময় থেকে উত্তরণ সম্ভব না ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন