বিজ্ঞাপন
ঢাকা টেস্টে পারলো না টাইগাররা
বিজ্ঞাপন
সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম টেস্ট জিতেছিল টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ঢাকা টেস্ট শুরু করে নাজমুল হোসেন শান্ত বাহিনী। টাইগার সমর্থকরা ভেবেছিল ঘরের মাঠে কিউইদেরে বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতবে লাল সবুজের প্রতিনিধিরা।
ঢাকা টেস্টে টাইগারদের শুরুটা ভালোই হলোও আজ (শনিবার) শেষটা ভালো হয়নি। যার ফলে ৪ উইকেটে হেরে সিরিজ ১-১ ব্যবধানে শেষ করতে সমর্থ্য হয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।
অসাধারণ বোলিং নৈপুণ্য প্রদর্শনের জন্য সিরিজ সেরা হয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে কিউইদের জয়ের নায়ক গ্লেন ফিলিপস ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। ঢাকা টেস্টে কিউদের বিপক্ষে টাইগাররা প্রথম ইনিংসে ১৭২ রান তুলতে সক্ষম হয়।
জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যায়। প্রথম দিনে মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ছিল কিউইরা। গ্লেন ফিলিপস ৭২ বলে ৮৭ রানের ইনিংস খেললে নিউজিল্যান্ডের ইনিংস ১৮০ রানে গুটিয়ে যায়। ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা। জাকির হাসানের ফিফটির উপর ভর করে ১৪৪ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
১৩৬ রানের লক্ষ্যমাত্রা দিয়ে খেলতে নেমে আজ শনিবার ছয় উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ফলে চার উইকেটে ম্যাচ জিতে নেয় সফরকারীরা। আজও টাইগারদের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছেন গ্লেন ফিলিপস। ৪৮ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অন্য প্রান্তে স্যান্টনার ৩৫ রানে অপরাজিত ছিলেন। টাইগার বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ৯ রানে একটি, মেহেদী হাসান মিরাজ ৫২ তিনটি এবং তাইজুল ইসলাম ৫৮ রানে ২ উইকেট লাভ করেন। এ সিরিজে ১২ উইকেট লাভ করায় সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তাইজুল ইসলাম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন