শনিবার; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে "শব্দকথা সাহিত্য উৎসব" উদযাপন ও লেখক সম্মাননা প্রদান পঞ্চগড়ে ৯ কোটি টাকার আইস সহ যুবককে আটক করেছে বিজিবি রাজশাহীর মোহনপুরে বেড়েছে আলু চাষ কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অস্ত্র উদ্ধার
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতের কাছে বাংলাদেশের মেয়েদের টানা চতুর্থ হার

প্রকাশিত: সোমবার; ৬ মে, ২০২৪ খ্রি. - ১০:৩৭ পি.এম. | দেখেছেন: ১০২ জন।

ভারতের কাছে বাংলাদেশের মেয়েদের টানা চতুর্থ হার

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

 

চলতি টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে টানা চার ম্যাচে হারল বাংলাদেশের মেয়েরা। আজ সোমবার সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃষ্টিকে খর্ব হয়ে আসা ১৪ ওভারের ম্যাচে বাংলাদেশকে ডিএলএস মেথডে ৫৬ রানে হারিয়েছে ভারত।

 

 

আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বাধায় পড়ে ভারত। অতিথিরা ৫.৫ ওভারে ২ উইকেটে ৪৮ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে খেলা শুরু হলে ম্যাচ ১৪ ওভারে নামিয়ে আনা হয়, যাত ভারতীয়রা ৬ উইকেটে ১২২ রানের সৌধ গড়ে। অধিনায়ক হারমানপ্রিত কাউর ২৬ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া রিচা ঘোষ ১৫ বলে ২৪ এবং স্মৃতি মান্ধানা ও দয়ালান হেমলতা প্রত্যেকেই ২২ রান করেন। স্বাগতিক দলের মারুফা আক্তার ও রাবেয়া খান উভয়ই নেন দুটি করে উইকেট।

 

সংশোধিত টার্গেটে ৮৪ বলে ১২৫ রান (ওভরাপ্রতি ৮.৯২ রান) তোলার চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ শোচনীয়ভাবে ব্যর্থ হয়। দলটি ১৪ ওভার ব্যাট করে ৭ উইকেটে মাত্র ৬৭ রান তুলতে সমর্থ হয়। দিলারা আক্তার সর্বোচ্চ ২৫ রান করেন। দীপ্তি শর্মা ও আশা সোভানা দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন হারমানপ্রিত কাউর।

 

বৃহস্পতিবার একই মাঠে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন