শনিবার; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে "শব্দকথা সাহিত্য উৎসব" উদযাপন ও লেখক সম্মাননা প্রদান পঞ্চগড়ে ৯ কোটি টাকার আইস সহ যুবককে আটক করেছে বিজিবি রাজশাহীর মোহনপুরে বেড়েছে আলু চাষ কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অস্ত্র উদ্ধার
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লঙ্কানদের গুঁড়িয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

প্রকাশিত: বুধবার; ৬ মার্চ, ২০২৪ খ্রি. - ১১:৫৩ পি.এম. | দেখেছেন: ১৫১ জন।

লঙ্কানদের গুঁড়িয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

চায়ের রাজ্যে সবুজ মাঠে রাতের সবটুকু আলো নিংড়ে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের আশা ধরে রাখলো টাইগাররা।

বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের দেয়া ১৬৬ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

 

১৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুন শুরু করেন টাইগার দুই ওপেনার লিটন দাস আর সৌম্য সরকার। উদ্ধোধনী জুটিতে তোলেন ৬৮ রান। এরপরই হয় ছন্দপতন। ২৬ রানে সৌম্য ফেরেন সাজঘরে। তার কিছুক্ষন পর লিটনও ব্যক্তিগত ৩৭ রানে পড়েন ক্যাচের ফাঁদে।

 

দুই উইকেট হারানোর পর বাকি গল্পটা অধিনায়ক শান্ত আর হৃদয়ের। তাদের ৮৭ রানের ইনিংসে ১১ বল হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ। শান্ত ৫৩ আর হৃদয় ৩২ রানে থাকেন অপরাজিত।

এরআগে, টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বল হাতে শুরুতেই লঙ্কান ডেরায় আঘাত হানেন তাসকিন। শূন্য রানেই ক্যাচের ফাদে ফেলেন লঙ্কান ওপেনার আভীষ্কাকে। তবে কুশল মেন্ডিস আর কামিন্দু মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে বড় রানের ভীত তৈরী করতে থাকে লঙ্কানরা। তবে তাদের জুটিতে ফাটল ধরান সৌম্য সরকার। ব্যক্তিগত ৩৭ রানে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস। থিতু হতে পারেনি কামিন্দু মেন্দিসও।

 

শেষ দিকে আশালঙ্কার ২৮ আর ম্যাথিউসের ৩২ রানে ভর করে ৫ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুজি পায় লঙ্কানরা। যদিও সেই পুঁজি যথেষ্ট নয় প্রমাণ করে বাংলাদেশ।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন