শনিবার; ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রাম জেলা প্রশাসনকে কলার পাতায় লেখা নবান্ন উৎসবের নিমন্ত্রণপত্র প্রদান কুড়িগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিক্ষোভ মিছিল নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রংপুরে জামাতের বিক্ষোভ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা সেতুর দাবিতে লংমার্চ, তেঁতুলিয়া নদী সাঁতরে পাড়ি দিলেন ২০ শিক্ষার্থী

কুড়িগ্রামে স্কুলব্যাগে মাদক পাচারের চেষ্টায় গ্রেফতার-১

প্রকাশিত: শনিবার; ১৩ জুলাই, ২০২৪ খ্রি. - ০২:৪৯ পি.এম. | দেখেছেন: ৩৩৬ জন।

কুড়িগ্রামে স্কুলব্যাগে মাদক পাচারের চেষ্টায় গ্রেফতার-১

 

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

 

 

৪২ বছর বয়সী রফিকুল ইসলাম পেশায় মাদক ব্যবসায়ী। বাড়ি কুড়িগ্রাম সদরের ফারাজিপাড়া গ্রামে। ভূরুঙ্গামারী সীমান্ত থেকে স্কুলব্যাগে মাদক ভরে যাচ্ছিল ঢাকায়। কিন্তু বিধি বাম! ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে রৌমারী হয়ে ঢাকা যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে অবশেষে থানা হাজতে।

 

শুক্রবার দুপুরে রৌমারী উপজেলা শহরের কলেজপাড়া সংলগ্ন ভুইয়াবাড়ি জামে মসজিদ এলাকায় ৪৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ জানায়, রফিকুল পেশাদার মাদক ব্যবসায়ী। স্কুলব্যাগে করে ফেনসিডিল নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে রৌমারী হয়ে ঢাকায় যাচ্ছিল। নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে।

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘গ্রেফতার রফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন