রবিবার; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ মিছিল রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৭৬তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে কৃষক দলের নতুন আহবায়ক কমিটি নিয়ে দলবাজি ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কুড়িগ্রামে আঃ লীগের ৮৫ নেতাকর্মীর নামে মামলা ফুলবাড়ীতে ১ দফা দাবিতে মানববন্ধন
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাতীবান্ধা থানায় স্বাক্ষী না দেয়ায় মারপিট, ভ্যান চালক সহ আহত-৬

প্রকাশিত: রবিবার; ১১ আগস্ট, ২০২৪ খ্রি. - ০৪:০৫ এ.এম. | দেখেছেন: ৯৬ জন।

হাতীবান্ধা থানায় স্বাক্ষী না দেয়ায় মারপিট, ভ্যান চালক সহ আহত-৬

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্টাফ রিপোটার:

পাপেল দাশ ও রিংকু:

 

 

লালমনিরহাটের হাতীবান্ধায় হারিয়ে যওয়া মোটর সাইকেলের থানায় স্বাক্ষী না দেয়ার কারনে এক ভ্যান চালক সহ একই পরিবারের ৬জন গুরুত্বর আহত।
 

খোজ নিয়ে জানা যায়, উপজেলায় গেন্দুকুড়ি এলাকায় তিলক বাবু নামের এক ব্যক্তির কিছুদিন আগে একটি মোটর সাইকেল হারিয়ে গিয়েছে। উক্ত মোটর সাইকেলে হারিয়ে যাওয়ার ঘটনার স্বাক্ষী হিসেবে একই এলাকার ভ্যান চালক বিষ্ণুকে থানায় গিয়ে স্বাক্ষী দেওয়ার কথা বললে। উক্ত ভ্যান চালক স্বাক্ষী দিতে অসম্মতি জানালে উক্ত ঘটনা ঘটে।

 

জানা যায়, গত কাল (৯ আগষ্ট) সন্ধ্যায় ঐ এলাকার তিলক বাবুর হারিয়ে যাওয়ায় মোটর সাইকেল স্বাক্ষী হিসেবে প্রতিবেশি এক ভ্যান চালক বিষ্ণুকে থানায় দেয়া অভিযোগে স্বাক্ষী করে। উক্ত অভিযোগে ভ্যান চালক স্বাক্ষী হিসেবে না থাকতে চাইলে তিলক বাবুর সন্তানেরা উক্ত ভ্যান চালককে জোরা জুরি করে। তাতেও ভ্যান চালক রাজি না হলে কথা কাটাকাটির হয়।

 

এক পর্যায়ে তিলক বাবুর সন্তানেরা ভ্যান চালক বিষ্ণুকে বেধরক মারপিট শুরু করে।

 

এসময় ভ্যানচালক বিষ্ণু চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদেরকেও বেধরক মারপিট ও জখম সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন