বৃহস্পতিবার; ৩ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
৫ কোটি টাকা আত্মসাৎ রংপুর পীরগাছার ইউএনও নাজমুল হকের বিরুদ্ধে ফুলবাড়ীতে ঈদ পুর্নমিলনী-২০২৫ অনুষ্ঠিত অপহরণ চেষ্টার মামলায় ছাত্র সমন্বয়ক গ্রেফতার গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে গণ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: সোমবার; ১৭ মার্চ, ২০২৫ খ্রি. - ০৪:০৭ এ.এম. | দেখেছেন: ১১২ জন।

নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে গণ ধর্ষণের অভিযোগ

 


মোঃ মোবারক হোসেন নাদিম 
বিশেষ প্রতিনিধি:

 

 

নরসিংদী জেলার বেলাবতে এক গার্মেন্টস্ কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে দেলোয়ার হোসেন রাজু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরণ করেছে বেলাবো থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন রাজু বেলাব উপজেলার বেলাব মাটিয়াল পাড়ার নুরুল ইসলামের ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকার স্বামী পরিত্যক্তা এক নারী তার এক পুত্র ও কন্যা সন্তান নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন ওই নারী। সেখান থেকেই মোবাইল পরিচয় হয় বেলাব উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহান (৩৫) এর সাথে।

 

এমতাবস্তায় শাজাহান ঐ মহিলাকে গত শুক্রবার সন্ধ্যায় বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সন্ধ্যায় বাসস্ট্যান্ডের অদুরে একটি এনজিও অফিস কক্ষে নিয়ে শাহজাহান ও এনজিওর কর্মচারী দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে ঐ নারীকে ধর্ষণ করে। পরে ঘটনার একদিন পর রবিবার (১৬ মার্চ) বেলাব থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে দুপুরে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বেলাব থানা পুলিশ।

 

এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, এক নারীকে ধর্ষনের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীকে ধরতে চেষ্টা অব্যহত আছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন