শনিবার; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীর অভাবে কুড়িগ্রাম হাসপাতাল এখন নিজেই রোগী রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত সিলেট গ্রেফতার সুনামগঞ্জের তিন ইয়াবা কারবারি ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সুরের ভেলা পর্ব -১২৩ অনুষ্ঠিত

মনোহরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৪০থেকে ৪৫ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত: বৃহস্পতিবার; ১৭ এপ্রিল, ২০২৫ খ্রি. - ০৭:১৪ পি.এম. | দেখেছেন: ৭৯ জন।

মনোহরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৪০থেকে ৪৫ লক্ষ টাকার ক্ষতি

 

 

মোঃ আল-আমিন হোসেন 

 নরসিংদী, জেলা প্রতিনিধি 

 


মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চৌরাস্তা মৌলভীবাজারে বুধবার আনুমানিক রাত ৩ টা থেকে ৩-৩০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে১০ থেকে  ১২টি দোকান ও স্থাপনা, আর এতে  (ফায়ার সার্ভিস অফিসের হিসাব মতে) ক্ষতি হয়েছে ৩৮ লক্ষ ৫০হাজার টাকার।  

 

রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তেই বাজারজুড়ে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ঘটনাস্থল পরিদর্শন করেন মনোহরদী উপজেলার নির্বাহী অফিসার, এম এ মুহাইমিন আল জিহান, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।

 

স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের জীবনের সব সঞ্চয় পুড়ে ছাই হয়ে গেছে। তারা ক্ষতিপূরণের জন্য সরকারের সহযোগিতা কামনা করছেন।

 

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন