রবিবার; ২২ জুন, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত, সিএনজি ছিনতাই করেই খুন। গ্রেফতার-৩ চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হবো; কুড়িগ্রামে চরমোনাই পীর নরসিংদীর পলাশে বি এন পির দুই গ্রুপের সংঘর্ষে গুলি বৃদ্ধ দুই একজন নিহত নাগরিক প্লাটফর্মের চাঁপাইনবাবগঞ্জে নির্বাচিত জনপ্রতিনিথিদের সাথে সংলাপ ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

সাবেক শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন গুলশান থেকে গ্রেপ্তার

প্রকাশিত: বুধবার; ২৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. - ১১:২৯ পি.এম. | দেখেছেন: ১২৮ জন।

সাবেক শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন  গুলশান থেকে গ্রেপ্তার

 

মোঃ মোবারক হোসেন নাদিম 
বিশেষ প্রতিনিধি,

 

২৫ শে সেপ্টেম্বর, বুধবার, নরসিংদী-৪ মনোহরদী-বেলাব উপজেলা তিন তিনবারে সাবেক এমপি ও সাবেক শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনকে আজ ভোরের  গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। 


বিগত সময়ে আলোচিত ঘটনায় সাবেক শিল্প মন্ত্রী বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অবদ্ধভাবে শিল্প কারাখানা স্থাপন ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা এবং দলীয় প্রভাব খাটিয়ে একক নির্বাচনে নির্বাচিত হওয়া অভিযোগ পাওয়া গেছে। 


আজ সকাল ১১টার সময় সাবেক শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনকে নরসিংদী জজ কোটে হাজির করা হয়। সকল তথ্য আপরাধ বিবেচনা করে তাকে জেল হাজতে প্রেরণ করেন জেলা দায়রা জজ।


বিগত সময়ে মনোহরদী-বেলাব বাসীর দুঃখ কষ্ট পোহাতে হয়েছে তার সুযোগ্য পুত্র ও কুখ্যাত সন্ত্রাসী এবং ভুমি খেকো সাদি মজিদের আক্রমণে।


সরজমিনে তদন্ত করে জানা যায় মন্ত্রী পুত্র সাদি মজিদকে চাঁদার টাকা না দিলে জমির দলিল হত না।বিভিন্ন লোকের কাছে বিভিন্ন উপায়ে ও কৌশলে তাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিতো।  এই অন্যায় কাছে সুমতি ও উসাহিত করতো সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। বিভিন্ন মিল ও শিল্প কারাখানা চালু করতে মন্ত্রীকে মোটা আংকের টাকা দিতে হতো। চাঁদা না দিলে কোন শিল্প কারাখানা চালু হতো না এবং চলমান সকল শিল্প কারাখানা সবসময় আতংকিত থাকতো। 

 

আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আইনের আওতায় এনে চলমান গ্রেফতার হওয়ার সাবেক শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের বিরুদ্ধে  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন