শনিবার; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে "শব্দকথা সাহিত্য উৎসব" উদযাপন ও লেখক সম্মাননা প্রদান পঞ্চগড়ে ৯ কোটি টাকার আইস সহ যুবককে আটক করেছে বিজিবি রাজশাহীর মোহনপুরে বেড়েছে আলু চাষ কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অস্ত্র উদ্ধার
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১১ দিন পর পরীমণির পক্ষে মুখ খুললেন শাকিব

প্রকাশিত: রবিবার; ১৫ আগস্ট, ২০২১ খ্রি. - ১০:১৬ এ.এম. | দেখেছেন: ৬৪১ জন।

১১ দিন পর পরীমণির পক্ষে মুখ খুললেন শাকিব

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুরুতে শিল্পীদের তেমন কাউকেই পরীর পক্ষে কথা বলতে দেখা যায়নি। কিন্তু এখন শোবিজেরঅনেকেই পরীর মুক্তির জন্য আওয়াজ তুলেছেন। এমনকি নায়িকার পক্ষে মুখ খুলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শনিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। পরীর পক্ষে সাফাই গাইলেও শাকিবকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পরী আটক হয়েছে ৪ আগস্ট। আর শাকিব তার অভিমত জানিয়েছেন ১৪ আগস্ট। মাঝে ১১ দিন কেন চুপ ছিলেন এই অভিনেতা? শীর্ষ নায়ক হিসেবেও তার একটা বিবৃতি দেয়া প্রয়োজন ছিলো বলে মনে করছেন অনেকেই। নেটিজেনরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিশিষ্ঠ নাগরিকেরা পরীমণির মুক্তির বিষয়ে বিবৃতি দিয়েছেন। এরপরে হাওয়া একটু ঘুরতে থাকে, শাকিব অনুকূল আবহাওয়ায় বিদ্রোহীর মতো পোস্ট দিলেন। যেন খুব শুভাকাঙ্ক্ষী। তাদের মতে, শাকিব সেইফ সাইডে খেলছেন। পরীমণির ইস্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আচরণে হতবাক ও বিস্মিত হয়ে শাকিব লিখেছেন, গত কয়েকদিন ধরে খেয়াল করছি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরীমণি গ্রেফতারের পর তার প্রতি কোনো ধরণের সহযোগিতার হাত না বাড়িয়ে, দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মুহূর্তে পরীমণির সদস্যপদ স্থগিত করা হয়েছে! এ যেন কাঁটা ঘায়ে নুনের ছিঁটে! সমিতির এই আচরণ সত্যিই খুব রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আক্ষেপ রয়েছে। শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে? তিনি আরও লিখেছেন,বিগত দিনেও একাধিক সিনিয়র শিল্পী এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। কিন্তু তখনকার শিল্পী সমিতি অভিযুক্ত সদস্যের সদস্যপদ স্থগিত করেনি। বরং পাশে ছিল, রাস্তায় নেমেছিল। কিন্তু এখনকার শিল্পী সমিতির এসব আচারণ বিতর্কিত। আবারও বোঝা গেল, এই শিল্পী সমিতি সবাইকে এক করতে পারেনি, বরং বিচ্ছিন্ন করেছে। বিভেদ তৈরি করে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নষ্ট করেছে। হয়তো এজন্য চলচ্চিত্রের আজ এই দুর্দশা। শাকিব খানের অভিযোগের বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ওটা তিনি দিতেই পারেন। তার অভিমত সে ব্যক্ত করেছে, করুক। এটা নিয়ে কিছু বলার নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন