বিজ্ঞাপন
নতুন মাইলফলকের সামনে রোনালদো
বিজ্ঞাপন
ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের সেরা ফুটবলারদের একজন। ক্লাব ফুটবলে তিনি খেলেছেন নামকরা সব দলের হয়ে। জিতেছেন সব শিরোপাই। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ডও আছে। এছাড়া আরো অনেক রেকর্ডের মালিক তিনি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে আজ প্রথম ফুটবলার হিসেবে নতুন এক মাইলফলক গড়তে চলেছেন।
৩৮ বছর বয়সি রোনালদো বর্তমানে খেলছেন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে। জাতীয় দলের হয়ে খেলাও চালিয়ে যাচ্ছেন তিনি। এ বয়সে অনেক ফুটবলার অবসর নিলেও এখনই থামার ইচ্ছে নেই তার। আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি গোলের রেকর্ডটি আরো আগেই নিজের করে নিয়েছেন। পর্তুগালের হয়ে করেছেন ১২২টি গোল। আজ জাতীয় দলের হয়ে বিশ্ব ফুটবলে আরেকটি নতুন রেকর্ড গড়তে চলেছেন তিনি।
ইউরো বাছাইয়ে পর্তুগালের হয়ে সবশেষ বসনিয়ার বিপক্ষে খেলেছেন রোনালদো। আজ আইসল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেই দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলবেন তিনি। আর তাতেই দেখা মিলবে রেকর্ডের। এর আগে আর কোনো ফুটবলারই দেশের হয়ে এত ম্যাচ খেলতে পারেননি। প্রথম ফুটবলার হিসেবে এ রেকর্ড গড়তে চলেছেন তিনি।
এদিকে রেকর্ড প্রসঙ্গে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘আমি পর্তুগাল জাতীয় দলে খেলাটা কখনোই ছেড়ে দেব না। কারণ এটাই আমার আজীবনের স্বপ্ন। ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কারো জন্য নয়, এটা প্রমাণ করে যে, আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন