শুক্রবার; ৪ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন বগুড়ার কিছু অংশ জামালপুরে যুক্ত করার প্রতিবাদে বগুড়াবাসীর মানববন্ধন কুড়িগ্রামের হাইওয়ে রোডে ও বাস কাউন্টারে জরিমানা ছাত্রদল সভাপতিকে মারপিট করায় ছাত্রদল সদস্য বহিস্কার বাগমারায় মাদকের রমরমা ব্যবসা পুলিশ অভিযান দিলেই হতে হয় হয়রানির শিকার

রেকর্ড গড়ে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

প্রকাশিত: বুধবার; ১৬ আগস্ট, ২০২৩ খ্রি. - ১১:৩৯ পি.এম. | দেখেছেন: ৩৫৩ জন।

রেকর্ড গড়ে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

মার্কিন মুলুকে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নের দৌড় চলছে। লিগস কাপের ফাইনালে অনবদ্য গোল করলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

তাঁর ম্যাজিক গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি (Inter Miami)।

ম্যাচের শুরু থেকেই ছিল ইন্টার মায়ামির দাপট। কিক অফের ৩ মিনিটের মাথায় জোসেফ মার্তিনেজ়ের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এরপর ১৯ মিনিটের মাথায় অবিশ্বাস্য গোল মেসির। কার্যত একক দক্ষতায় বল-সহ দৌড়ে ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন মেসি। 

সেই গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সমর্থকেরা বলাবলি করতে শুরু করেন, মেসি জীবনের সেরা ছন্দে রয়েছেন। পরের বিশ্বকাপে তাঁর খেলা উচিত বলে দাবিও ক্রমশ জোরাল হচ্ছে।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়া ইস্তক মাঠে ফুল ফোটাচ্ছেন মেসি। মার্কিন মুলুকে তাঁর গোল-উৎসব চলছে। লিগস কাপের সেমিফাইনালেও মেসির দাপট অব্যাহত। ফিলাডেলফিয়া ইউনিয়নকে তাদেরই ঘরের মাঠে দুরমুশ করলেন মেসিরা। ৪-১ গোলে ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি। ৬ ম্যাচে মেসির পাশে লেখা হয়ে গেল ৯টি গোল। এই অল্প সময়ের মধ্যেই ইন্টার মায়ামির তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও হয়ে গিয়েছেন তিনি।   

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন