বৃহস্পতিবার; ১০ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
৫ ইউনিয়নের লাখো মানুষের একমাত্র ভরসা ভাঙ্গা সাঁকো অবশেষে স্টারলিংক ইন্টারনেট যুগে প্রবেশ করল বাংলাদেশ সারিয়াকান্দি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষকদের কর্মবিরতি, প্রতিবাদে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রতিবাদ এবার বাংলা নববর্ষ বিশ্বের শান্তি কামনায় উদযাপিত হবে: উপদেষ্টা ফারুকী রংপুর বিভাগের ৮ জেলায় ১ লাখ ৮২ হাজার ৪১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন

স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

প্রকাশিত: বৃহস্পতিবার; ১ আগস্ট, ২০২৪ খ্রি. - ০৯:২৯ পি.এম. | দেখেছেন: ১২৮ জন।

স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সময়সূচি প্রকাশ করে।

ঢাকা

 

বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও এতে জানানো হয়। তবে মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নতুন সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।

আগামী ১১ আগস্ট ভূগোল (তত্তীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। একই দিনে বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র ও পালির দ্বিতীয় পত্রের পরীক্ষা।

 

এর আগে এ বিষয়ে বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় বলা হয়, ৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত করা হলো। ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী হবে।

 

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ৪ আগস্ট থেকে শুরুর কথা ছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো একেবারে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১৭ জুলাই সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান), পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। ১৬ ও ১৭ জুলাই এ সিদ্ধান্ত জানানো হয়।

 

 

রুটিন ডাউনলোড করতে ক্লিক করুন : 

https://drive.google.com/file/d/1nngwsNdf-3MzQM-2dxDQOraFINJfIb_C/view?usp=drive_link

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন