বিজ্ঞাপন
'ইসলামভীতির বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা' খসড়া প্রস্তাবে রাশিয়ার সমর্থন
বিজ্ঞাপন
ইসলামভীতিকে বর্ণবাদের একটি অগ্রহণযোগ্য ধরন বলে মনে করে রাশিয়া। স্থানীয় সময় গতকাল বুধবার (১৩ মার্চ) মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই ইস্যুতে মুসলিমপ্রধান দেশ এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
তিনি বলেন, 'ধর্মীয় পরিচয়ের কারণে মুসলমানরা যেভাবে বৈষম্য ও হয়রানির শিকার হয় আমরা এর বিরুদ্ধে অবস্থান করছি। এবং সেইসাথে শুধুমাত্র ব্যক্তি নয়, বিশ্বাসীদের অধিকারের প্রতি শ্রদ্ধা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের পক্ষে রয়েছি আমরা।
জাতিসংঘের সাধারণ পরিষদে 'ইসলামভীতির বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা' শিরোনামে মুসলিম দেশগুলোর খসড়া প্রস্তাবে রাশিয়ার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন জাখারোভা।
প্রতি বছর ১৫ মার্চ ইসলামভীতির (ইসলামোফোবিয়া) বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়। এই রেজুলিউশনটি সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যের নীতিসহ ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে। সেই সঙ্গে সব ধরনের ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই করতে জাতিসংঘের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন