বুধবার; ৫ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফের ঘন কুয়াশাচ্ছন্ন কুড়িগ্রাম, মাঘের শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কুড়িগ্রাম দুদকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও তার ছেলের অবৈধ সম্পদ অর্জনে মামলা দায়ের রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের শীতবস্ত্র বিতরণ রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

কুড়িগ্রামে শিক্ষক-কর্মচারী মারধরের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: সোমবার; ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রি. - ০৫:০৪ পি.এম. | দেখেছেন: ২৭ জন।

কুড়িগ্রামে শিক্ষক-কর্মচারী মারধরের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

 

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 


 

কুড়িগ্রামের রৌমারীতে চাঁদাবাজি ও শিক্ষক-কর্মচারীদের মারধরের মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 


সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

 

এর আগে রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় রৌমারী উপজেলা শহরের খাদ্যগুদাম চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রফিকুল ইসলামের ছোট ভাই ফজলুল রহমান ফলু অভিযোগ করে বলেন, বড় ভাই আওয়ামী লীগের রাজনীতি করে চাঁদাবাজি, দুর্নীতি এবং কারও কোনোদিন ক্ষতি করেননি। দীর্ঘদিন তিনি ধর্মীয় কাজে নিয়োজিত। পুলিশ অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দেন।

 

এসআই শাহাদত হোসেন বলেন, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর প্রধান শিক্ষক আব্দুল ওহাব বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন