বৃহস্পতিবার; ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
১২ কি.মি রাস্তার কাজ ১২ মাসে অর্ধেকও হয় নাই, ঠিকাদার পলাতক ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে অধিকারভোগীদের গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক-১ হাতীবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুড়িগ্রামের নয়ারহাট উচ্চ বিদ্যাঃ অনিয়মে জেলা প্রশাসকের নিকট অভিযোগ

প্রকাশিত: বুধবার; ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রি. - ১০:৪৮ পি.এম. | দেখেছেন: ৫৯ জন।

কুড়িগ্রামের নয়ারহাট উচ্চ বিদ্যাঃ অনিয়মে জেলা প্রশাসকের নিকট অভিযোগ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

 

কুড়িগ্রাম সদর উপজেলাধীন মোগলবাসা ইউনিয়নের নয়ারহাট উচ্চ বিদ্যালয়ে গোপনে জনবল নিয়োগ সহ ৫টি জীবিত গাছ যার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা কোন প্রকার অনুমোদন ছাড়াই কর্তনের ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী বন সংরক্ষকের নিকট অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী স্থানীয় বাসিন্দা মৃত বছির উদ্দিনের পুত্র নুর শাহীন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলাধীন মোগলবাসা ইউনিয়নের নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের অতি পুরাতন ৪টি ইউক্লিপটার্স ও ১টি শিসব গাছ যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা প্রায়। নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সহযোগিতায় গত ০৫/০৯/২০২৪ইং, ১৮/১০/২০২৪ইং, ১৯/১০/২০২৪ইং, ২৯/১১/২০২৪ইং, ৩০/১১/২০২৪ইং তারিখে ধারাবাহিক ভাবে কর্তন করে গাছগুলি বিদ্যালয়ে হতে বিভিন্ন ‘ছ’ মিলে সরিয়ে ফেলা হয়।

 

এই সকল গাছ কর্তনের বিষয়ে সরকারি কোন প্রকার অনুমোদন অর্থাৎ বনবিভাগের প্রতিবেদন বা জেলা, উপজেলা প্রশাসনের কোন রুপ অনুমোদন না নিয়ে নিজেদের খেয়াল খুশি মতো গাছ কর্তন করে আত্মসাত করা হয়েছে। সেই সাথে নয়ারহাট উচ্চ বিদ্যালয়ে গোপনে আয়া ও অফিস সহায়ক পদে ২জন জনবল নিয়োগ প্রদান করা হয়েছে। এই জনবল নিয়োগের বিষয়টি এলাকার কোন সাধারণ মানুষ অবগত নহে। নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনেক সদস্যই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানেন না। কখন কোন পত্রিকার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বা কোথায় এই নিয়োগ পরীক্ষা হয়েছে তাহা এলাকাবাসী অবগত নহে। মোটা অংকের টাকার বিনিময়ে নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম গোপনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে।

 

বর্তমানে নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের কেরানী পদে একই প্রক্রিয়ায় ১জন জনবল নিয়োগ দেয়ার অভিসন্ধি করেছেন। এই রকম অবস্থায় গোপন নিয়োগ বন্ধ এবং পূর্ববর্তী গোপন নিয়োগের বিষয়গুলি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য গত সোমবার ০২/১২/২০২৪ইং তারিখে কুড়িগ্রাম জেলা প্রশাসক সহ কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মৃত বছর উদ্দিনের পুত্র নুর শাহীন।

 

অভিযোগকারী আরো জানান, নয়ারহাট উচ্চ বিদ্যালয়ে কেরানী পদে জনবল নিয়োগ দেয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার পাঁয়তারা চালাচ্ছে।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন