মঙ্গলবার; ৮ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে হত্যা বন্ধে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল কুড়িগ্রামে সড়কের নির্মাণ কাজ বিএসএফ বাধায় বন্ধ ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল রংপুর চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন দুধকুমারে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

কুড়িগ্রামের হাইওয়ে রোডে ও বাস কাউন্টারে জরিমানা

প্রকাশিত: বৃহস্পতিবার; ৩ এপ্রিল, ২০২৫ খ্রি. - ০৯:৩৬ পি.এম. | দেখেছেন: ৩৩ জন।

কুড়িগ্রামের হাইওয়ে রোডে ও বাস কাউন্টারে জরিমানা

 

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 


 

কুড়িগ্রামে ঈদুল ফিতর উদযাপন পরবর্তী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে ও বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।  

 

আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বদরুজ্জামান রিশাদ।

 

বিআরটিএ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসন ও বিআরটিএ কর্তৃপক্ষের একটি যৌথ দল শহরের বাসস্ট্যান্ড এলাকায় হাঁস মুরগী ফার্মের পাশে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় লাইসেন্সবিহীন মোটরসাইকেল, হেলমেট ছাড়া মোটর চালানো, বৈধ কাগজ ছাড়া বাস ও অন্যান্য যানবাহন পরিচালনার অপরাধে সেগুলো থামিয়ে যাচাই বাছাই করা হয়।

 

এতে বিভিন্ন মোটরসাইকেল চালক ও আরোহীদের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অপরদিকে, ঈদে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ডে কোচ ও নাইট কোচের ভাড়া যাচাই করতে গিয়ে শহরের ঘোষপাড়াস্থ নাবিল পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে সেখানে নগদ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বসাকুল্যে বিআরটিএ মোট ১৭ হাজার টাকা আদায় করে ভ্রাম্যমান আদালত।  

 

এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ জানান, ঈদে বাড়িতে এসে যারা আবারো ঢাকায় ফিরে যাচ্ছেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিএ কর্তৃক অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

 

এতে ঢাকাগামী নাবিল পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে জরিমানা করা হয় এবং একই সাথে সড়কে লাইসেন্সবিহিন মোটর ও যান চালকদেরও জরিমানা করা হয়েছে। তবে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র কুড়িগ্রাম সার্কেলের সহকারী পরিচালক মো. রিয়াজুল ইসলাম ও মোটরযান পরিদর্শক মো. নূরুস সাফা সরকার।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন