বিজ্ঞাপন
ফুলবাড়ীতে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
বিজ্ঞাপন
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রজেক্টের ৬০ জন প্রশিক্ষার্থীদের ১৫ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শিমুলবাড়ি ও বড়ভিটা নারী উদ্যোক্তা মঞ্চ উইমেন সেন্টারে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ও উদয়াঙ্কুর সেবা সংস্থার বাস্তবায়নে দুই স্থানে ৩০ জন করে মোট ৬০ জনের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।
এই টাকা দিয়ে তারা আর কিছু টাকা যোগ করে সেলাই মেশিন ক্রয় করে বাড়ীতে কাজ করবে এবং যা আয় হবে তা দিয়ে নিজে স্বাবলম্বী হবে এবং পরিবারকে সহযোগিতা করবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন,সমবায় অফিসার কাউসার আলী, একাডেমিক সুপার ভাইজার আব্দুল ছালাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আব্দুর রহমান,শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন, নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, প্রজেক্ট অফিসার আব্দুল কুদ্দুস সরকার,কেস ওয়ার্কার রিম্পা রাণী রায়,এনামুল হক, কমিউনিটি মবিলাইজার রুহুল আমীন, গীতা রাণী পালসহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন