রবিবার; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ মিছিল রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৭৬তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে কৃষক দলের নতুন আহবায়ক কমিটি নিয়ে দলবাজি ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কুড়িগ্রামে আঃ লীগের ৮৫ নেতাকর্মীর নামে মামলা ফুলবাড়ীতে ১ দফা দাবিতে মানববন্ধন
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

প্রকাশিত: সোমবার; ২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. - ১১:২১ পি.এম. | দেখেছেন: ১৩১ জন।

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর 
স্টাফ রিপোর্টারঃ

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোমবার ০২ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে পুকুরের পানিতে ডুবে সিফাত হোসেন (৬) ও রিয়া মনি (১০) নামের আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। তারা উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে ও মেয়ে।

 

এলাকাবাসী জানায়, বিকেলের দিকে সিফাত হোসেন সহ আরো কিছু ছেলে মেয়ে একসঙ্গে পুকুরের পাশে খেলছিল। খেলার একপর্যায়ে সিফাত পুকুরে পানিতে নামে। এরপর সে পানিতে ডুবে যায়। পাশে থাকা ছেলে মেয়েগুলো চিল্লাচিল্লি শুরু করলে তার বড় বোন রিয়া মনি দৌড়ে এসে তার ভাই বাঁচানোর জন্য পুকুরের পানিতে নামলে সেও ডুবে যায়। পরে এলাকাবাসী এসে সিফাত হোসেনকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়, আর রিয়া মনিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে একপর্যায়ে জাল ফেলে রিয়া মনির মৃতদেহ উদ্ধার করে। পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

 

ঘটনা সত্যতা নিশ্চিত করে কাশিপুর ইউনিয়ন  চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলামের ছেলে সিফাত ও রিয়া মনির মৃত্যু হয়েছে। বিষয়টি ফুলবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান জানান দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন