বিজ্ঞাপন
ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে ত্রৈমাসিক সভায় শপথ গ্রহণ
বিজ্ঞাপন
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
বাল্য বিবাহকে না বলি ঝুকিমুক্ত দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রজেক্টের বাল্যবিবাহ প্রতিরোধে স্টেক হোল্ডারদের সাথে ত্রৈমাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ও বড়ভিটা ইউনিয়নের নারীর উদ্যোক্তা মঞ্চ উইমেন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আব্দুর রহমান,শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম সোহেল,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন,নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম,প্রজেক্ট অফিসার আব্দুল কুদ্দুস সরকার,কেস ওয়ার্কার রিম্পা রাণী রায়,এনামুল হক, কমিউনিটি মবিলাইজার রুহুল আমীন, গীতা রাণী পাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিমুলবাড়ি ইউনিয়ন ও বরবটি ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা, কাজী, ইমাম, পুরোহিত, শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান,বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা রোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন