শুক্রবার; ১৪ মার্চ, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ'র গণ শুনানি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিআরটির সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার অনুষ্ঠিত মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের দায়ে অগ্রণীর মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সিলেটে ১২ কোটি টাকার ভারতীয় কাপড় সহ চালের চালান জব্দ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

বাড়িতে এসেও গ্রেফতার এড়াতে পারলো না আ.লীগ নেত্রী দোলনা

প্রকাশিত: সোমবার; ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রি. - ১২:৩৫ পি.এম. | দেখেছেন: ২২ জন।

বাড়িতে এসেও গ্রেফতার এড়াতে পারলো না আ.লীগ নেত্রী দোলনা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

ঢাকা থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় গিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা থানা পুলিশ তাকে তার গ্রামের বাড়ি হতে গ্রেফতার করে। দোলনা আক্তার উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দোলনা ঢাকার বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় চলে যান তিনি।

 

গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়িতে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

সোমবার সকালে তাকে জেল হজতে পাঠানো হবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন