বিজ্ঞাপন
অসহায় বানভাসি মানুষদের পাশে অবসরপ্রাপ্ত সেনা সংঘ, অসেস
বিজ্ঞাপন
স্টাফ রিপোর্টার:
দেশের দক্ষিনাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সংঘ, অসেস।
সংগঠনটি ২০২১সাল থেকে দেশের বিভিন্ন দূর্যোগ পরিস্থিতিতে সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
২৫জুলাই রবিবার, অবসরপ্রাপ্ত সেনা সংঘ, অসেস এর উদ্যোগে একটি র্যালি হাতীবান্ধার প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
সংগঠনটি র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) ইয়ামিন বসুনিয়া দেশবাসী সামর্থবান সকলকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানের উদাত্ব আহ্বান জানান।
সবশেষে বন্যার্তদের জন্য অসেস এর পক্ষ থেকে ত্রাণ সহায়তার নগত অর্থ স্থানীয় ছাত্র সমন্বয়কদের হাতে তুলে দেন উক্ত সংগঠনের সভাপতি সি: ওয়া: (অব:) হারুন অর রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অসেসের সাংগঠনিক সম্পাদক সি: ওয়া: (অব:) আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ সার্জেন্ট (অব:) ইয়াসিন আলী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ভিডিও নিউজ পড়তে ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=liG_FAdJd_c
বিজ্ঞাপন
বিজ্ঞাপন