বৃহস্পতিবার; ৩ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
৫ কোটি টাকা আত্মসাৎ রংপুর পীরগাছার ইউএনও নাজমুল হকের বিরুদ্ধে ফুলবাড়ীতে ঈদ পুর্নমিলনী-২০২৫ অনুষ্ঠিত অপহরণ চেষ্টার মামলায় ছাত্র সমন্বয়ক গ্রেফতার গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: শুক্রবার; ২১ মার্চ, ২০২৫ খ্রি. - ১১:২১ পি.এম. | দেখেছেন: ৩১ জন।

আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

 


লালমনিরহাটের হাতীবান্ধায় ঠিকাদারী কাজে ট্রাক থেকে সিমেন্ট আন-লোডকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদারকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে। এই সংর্ঘষে অন্তত্য ১০ জন আহত হয়েছে। 

এ ঘটনায় গুরুত্বর আহত এক জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় এ ঘটনা ঘটে।


জানাগেছে, ওই উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজের কাছে বিদ্যুৎতের অত্যাধুনিক খুটি নির্মাণের কাজ চলছে। সেই কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানকে সিমেন্ট সরবরাহ নিয়ে গড্ডিমারী ইউনিয়ন বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দলের লোকজনের সাথে সানিয়াজান ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের লোকজনের সাথে কয়েকদিন ধরে বিরোধ চলছিলো। 

বৃহস্পতিবার গভীর রাতে ওই কাজের ট্রাক থেকে সিমেন্ট আনলোড নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয় ।


প্রত্যক্ষদর্শী আহত শ্রমিক রোকোনুজ্জমান বাবুল বলেন, আমি গাড়ি আনলোড করতে গেলে কয়েক যুবক সেখানে এসে বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে।


ওই এলাকার বিএনপি নেতা আ: মালেক বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে আমি সিমেন্ট এবং পাথর সরবরাহ করি। বৃস্পতিবার রাতে সিমেন্টের গাড়িকে আনলোড করাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল তালুকদারের নেতৃত্বে তার বাহিনী নিয়ে এসে আমার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।


তবে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদারের দাবী, সেখানে আমি মিমাংসা করার চেষ্টা করি, অথচ এখন আমি স্বড়যন্ত্রের শিকার। এই ঘটনার সুষ্ঠ তদন্ত করা উচিত।


গড্ডিমারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আইনুল হক বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল তালুকদাকে ঠিকাদারী কাজের ভাগ না পাওয়ায় সে হামলা চালায়। এমন কি সে ওই এলাকায় একক আদিপত্য বিস্তার করতে চায়।  


এদিকে গড্ডিমারী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম এ ঘটনার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদারকে দায়ী করেন।


হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন