শুক্রবার; ১৪ মার্চ, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ'র গণ শুনানি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিআরটির সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার অনুষ্ঠিত মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের দায়ে অগ্রণীর মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সিলেটে ১২ কোটি টাকার ভারতীয় কাপড় সহ চালের চালান জব্দ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

বৃহত্তর রংপুরে "জাগো বাহে তিস্তা বাঁচাই" আন্দোলন শুরু আজ

প্রকাশিত: সোমবার; ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রি. - ১২:৪৪ পি.এম. | দেখেছেন: ৩৯ জন।

বৃহত্তর রংপুরে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

আনোয়ার সাঈদ তিতু,

 

 

‘জাগো বাহে তিস্তা বাঁচাই সোমবার থেকে আান্দোলন শুরু হবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৫ কিলোমিটার পর্যন্ত তিস্তা নদীর পাড়ে বুড়িরহাট এলাকায়। আন্দোলনকে ঘিরে লাখ লাখ মানুষ উজ্জীবিত হয়েছে।

সোম ও মঙ্গলবার দুদিনব্যাপী তিস্তা পাড়ের মানুষসহ জেলার বিভিন্ন উপজেলা, লালমনিরহাট ও রংপুর জেলার মানুষ রাজারহাটের চর খিতাবখাঁ বুড়িরহাট এলাকায় একত্রিত হয়ে তিস্তা ব্রিজ পর্যন্ত এলাকায় আন্দোলন শুরু করবে।

এ কারণে বেশ কয়েকদিন তিন জেলার বিভিন্ন এলাকায় ব্যাপকহারে মাইকিং পোস্টারিং করে প্রচার চালানো হয়। যতক্ষণ পর্যন্ত সরকার তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগাপ্রকল্প বাস্তবায়নের দাবি মেনে না নেবেন ততদিন পর্যন্ত সাধারণ মানুষ মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, তিস্তা শুধু একটি নদী নয়, এটি আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিস্তা আমাদের জীবনরেখা এর পানির ন্যায্য হিস্যা আদায় করতেই হবে।

জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনে ইতোমধ্যে জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি করা হয়েছে। এ সকল কমিটির মাধ্যমে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করা সম্ভব বলে কয়েকটি কমিটির মুখপাত্র জানিয়েছেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন