মঙ্গলবার; ১১ মার্চ, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
দিনভর নানা নাটকীয়তার পর কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক ঋণের টাকা আদায়ে বিআরডিবি কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ফুলবাড়ীতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন ম্যাটস্’র কোর্স কারিকুলাম ও চার দফা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১

প্রকাশিত: বুধবার; ২৬ জুন, ২০২৪ খ্রি. - ১০:০৯ পি.এম. | দেখেছেন: ৬৬ জন।

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

ওসমান গনি,

নিজস্ব প্রতিনিধিঃ

 

 

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

 

বুধবার (২৬ জুন) রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি গ্রামের ৯১৯ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৬০)। তিনি ওই ইউনিয়নের লোহাকুচি গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানাগেছে, রাতে লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৯১৯ এর নিকট হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ৪/৫ জন চোরাকারবারি অবৈধভাবে গরু পারাপারের উদ্দেশ্যে প্রবেশ করলে ভারতীয় অংশের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফ ব্যাটালিয়ন ওয়েস্ট চামটা ক্যাম্পের টহল দল তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে নুরুল আমিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 

পরে সহযোগীরা তার মরদেহটি উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। পরবর্তীতে কালীগঞ্জ গোড়ল তদন্ত ফাঁড়ির পুলিশ খবর পেয়ে বিজিবির সহায়তায় মরদেহ উদ্ধার করে ফাঁড়ি হেফাজতে নিয়ে আসে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. ক. মোফাজ্জল হোসেন আকন্দ বলেন,গরু চোরাকারবারি করতে গিয়ে ভারতে প্রবেশ করলে সেখানে বিএসএফ গুলি ছুড়ে। এতে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি।

 

এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে প্রতিবাদ জানানো হবে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন