শুক্রবার; ১৪ মার্চ, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ'র গণ শুনানি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিআরটির সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার অনুষ্ঠিত মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের দায়ে অগ্রণীর মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সিলেটে ১২ কোটি টাকার ভারতীয় কাপড় সহ চালের চালান জব্দ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

লালমনিরহাটে এটিএম আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: মঙ্গলবার; ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রি. - ১০:৫০ পি.এম. | দেখেছেন: ৮০ জন।

লালমনিরহাটে এটিএম আজহারের মুক্তির  দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

 


শাহিনুর ইসলাম প্রান্ত

স্টাফ রিপোর্টার:

 

 


দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে কারাবন্দি  জামায়াতের ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে  লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী  লালমনিরহাট জেলা শাখা।

আজ (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী রেলওয়ে মুক্তমঞ্ছ মাঠে সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে মিশন মোড় গোল চত্বরে এসে আবার সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ হয়।  

জেলা জামায়াতের সেক্রেটারি লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু'র উপস্থাপনায় সমাবেশ বক্তব্য রাখেন,পাটগ্রাম-হাতীবান্ধা লালমনিরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হারুন-অর রশিদ, লালমনিহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সাবেক জেলা আমির এডভোকেট আব্দুল বাতেন, সাবেক জেলা আমীর প্রভাষক আতাউর রহমান,  লালমনিহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ শাহ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেনায়েল আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালেব আবু তালেব।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ সরকারের পতনের ছয় মাস অতিবাহিত জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ফেরত দিতে সরকার ও বিচার বিভাগ হালবানা করছেন।

তারা বলেন, আগামী রমজানের আগেই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে রাজবন্দী জামায়াতের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি  এটিএম আজহারুল ইসলামের নির্বাহী আদেশে নিঃশর্ত মুক্তির দাবি করেন।

বক্তারা আরো বলেন, যেভাবে অন্য রাজনৈতিক দলের নেতাদের নির্বাহী আদেশে মামলা প্রত্যাহার ও বিদেশী চিকিৎসার ব্যবস্থা ও ডক্টর ইউনুসের মামলা প্রত্যাহার করা হয়েছে  একইভাবে  এটিও মাজহারুল ইসলামের মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি করেন।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন