লালমনিরহাটে ছাত্রী হত্যা কারী ধর্ষকের ফাঁসীর দাবীতে মানববন্ধন,অভিযুক্তর বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার স্কুল ছাত্রীকে হত্যা কারী ধর্ষকের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছেন এবং অভিযুক্তর বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণের আয়োজনে ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম,ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলু,হাতীবান্ধা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাসান জাহিদ জয়, ডাউয়াবাড়ী ইউনিয়ন যুবদল সভাপতি মফিজুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষার্থী বৃন্দ।
উল্লেখ্য, বুধবার (১৬ এপ্রিল) রাত উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীর চর এলাকার ভুট্রা ক্ষেত থেকে হাত বাঁধা অবস্থায় জান্নাতি আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর ধারনা ধর্ষণের পর তাকে হত্যার করা হয়েছে। ধর্ষণ ও হত্যার অভিযোগে পুলিশ ওই এলাকার সোলেমান আলীর ছেলে বেলাল হোসেন কে আটক করেছে।
জান্নাতি আক্তার শৈলমারী এলাকার ফজলুল হক ফজু এর মেয়ে। সে ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয় এর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
কালিগঞ্জ থানার ওসি মো: সেলিম মালিক বলেন, বেলাল হোসেন নামে একজনকে আটক করেছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন