বুধবার; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বেজির সাথে মানুষের বন্ধুত্ব, শুক্কুর আলী করেছেন অনন্য সাধন নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত জমি অধিগ্রহণ বন্ধ থাকায় ব্যাহত কুড়িগ্রামের রাস্তা উন্নয়ন কাজ ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক গ্রেফতার উলিপুরে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

হাতীবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: সোমবার; ২৬ আগস্ট, ২০২৪ খ্রি. - ০৯:০৫ পি.এম. | দেখেছেন: ১০২ জন।

হাতীবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

মোঃ আব্দুল আউয়াল বাবু

স্টাফ রিপোর্টার:

 

 

লালমনিরহাট জেলায় হাতীবান্ধা উপজেলার (সোমবার ২৬ শে আগষ্ট) বাংলাদেশ জামায়েতে ইসলামী সিঙ্গীমারী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এক কর্মী সমাবেশ দলীয় কার্যালয়ে আন- নুর-ট্রাস্ট এ অনুষ্ঠিত হয়।

 

সোমবার সকাল ১০ টায় সিঙ্গীমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামে ইউনিয়ন আমীর মোঃ ফজলে করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, হাতীবান্ধা পাটগ্রাম নির্বাচনীয় আসনের জামায়েতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়েতে ইসলামী ঢাকা মহা নগর দক্ষিন এর ব্যবসায়ী ইউনিটের সভাপতি আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু, বিশেষ অতিথি উপজেলা আমীর প্রভাষক হাসান আলী ও সাবেক আমীর মাওলানা হাসান আলী, উপজেলা সেক্রেটারী আঃ মান্নান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাবীবুর রহমান সাতা ও থানা বাইতুল মালের সম্পাদক মোঃ সাহিদুল আলম নিরো (অব সেনাবাহিনী) স্বাগত বক্তব্য রাখেন সিঙ্গীমারী ইউনিয়ন আমীর ফজলে করিম, প্রমুখঃ বক্তাগন ইসলামী আইনের শাসন কায়েম করতে জামায়েত ইসলামীর ছায়া তলে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

 

এ ছাড়াও বক্তাগন বলেন মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালেম সরকারের আবির্ভাব হয়।আর সেই জালিম সরকার মানুষের উপর জুলুম নির্যাতন চালায়। যে কারণে আমরা এত দিন কথা বলতে পারেনি। ৫ আগস্ট জালেম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারেনি। দারি-টুপিয়ালা মানুষদেরকে ওই জালেম সরাকারের লোকজন অনেক মুসলিম ভাইদেরকে লাঞ্চিত করেছে। আল্লাহ তার বিচার করেছেন।

 

তাই দীর্ঘ দিন পর হলেও আজ আমরা কথা বলতে পারছি। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি।তিনি আরো বলেন, জিহাদ করতে হবে আল্লাহকে খুশি করার জন্যে কোন ব্যাক্তি সার্থের জন্য নয়। এর পর সভাপতির বক্তব্যের শেষে মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন