হাতীবান্ধা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক নিহত

স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এক বাংলাদেশী কৃষক কে গুলি এবং বন্দুক দিয়ে খুঁচিয়ে নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। ঠিক নির্যাতনের আধা ঘণ্টা পরে নিথর দেহ তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সিমান্তের ৮৯৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই কৃষক সিংগীমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে হাসিনুর ইসলাম (২৬) বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, কয়েকজন কৃষক বাংলাদেশ সীমানায় ঘাস কাটতে ছিলো। হঠাৎ শীতলকুচি থানার নগর সিংগীমারী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের উদ্দেশ্য করে গুলি চালায়। এতে হাসিনুর ইসলাম নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে বিএসএফ সদস্যরা বন্দুক দিয়ে খুঁচিয়ে নির্যাতন করে মরদেহ নিয়ে যায়।
স্থানীয় আনোয়ার হোসেন জানান, হাসিনুর ইটভাটায় কাজ করে। কয়েকদিন আগে বাড়িতে এসেছে। আজ সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমানায় তার নিজ জমিতে ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী বিএসএফ তাকে উদ্দেশ্য করে গুলি করে। এতে হাসিনুর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ সদস্যরা এসে তাকে নির্যাতন করে তার লাশ নিয়ে যায়।
এ নিয়ে আজ বিকেলে দুই দেশের সীমান্তরর্ক্ষী বাহিনীদের মধ্যে পতাকা বৈঠকের সম্ভবনা রয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে কোন প্রকার বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন