শুক্রবার; ১৪ মার্চ, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ'র গণ শুনানি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিআরটির সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার অনুষ্ঠিত মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের দায়ে অগ্রণীর মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সিলেটে ১২ কোটি টাকার ভারতীয় কাপড় সহ চালের চালান জব্দ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশিত: রবিবার; ১৯ জানুয়ারী, ২০২৫ খ্রি. - ০৩:০৭ পি.এম. | দেখেছেন: ৭০ জন।

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

 

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (১৯ জানুয়ারি) তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাকিব ছাড়াও আরও তিন জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর সাকিবসহ চার জনের বিরুদ্ধে সমন জারি করেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মাহবুবুল হকের আদালত।

সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন— গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।

মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়।

এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। সে অনুযায়ী রবিবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন