মঙ্গলবার; ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ফুলবাড়ীতে নৈতিক সমাজের কম্বল বিতরণ ফুলবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক সারিয়াকান্দিতে পৌর বি এন পি,র সভাপতি সাহাদত হোসেন ছনিকে বহিষ্কার করার দাবিতে বিক্ষোভ মিছিল ও কুসপুপ্তলিকা দাহ পঞ্চগড়ে মাজার ভাঙচুরের অভিযোগে গ্রেফতার-১

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ! স্বামী-স্ত্রীকে মারধর

প্রকাশিত: রবিবার; ১৪ জুলাই, ২০২৪ খ্রি. - ০৮:২২ পি.এম. | দেখেছেন: ৮০ জন।

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ! স্বামী-স্ত্রীকে মারধর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

 

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা : 

 

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ফিরোজ ও তার লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত ওই দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  

 

শনিবার (১৩ জুলাই) বিকেলে ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

 

 জানা যায়, কাওসারের পৈত্রিক ভোগ দখলীয় জমি নিয়ে ফিরোজের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। তারই জের ধরে শনিবার বাঁশের লাঠি, লোহার রড ও ধারালো ছোঁড়া নিয়ে বাড়ির আঙ্গিনায় ঢুকে কাওসারের স্ত্রী সালেহাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। খবর পেয়ে ছুটে এসে স্ত্রীকে বাঁচাতে গেলে কাওসারকেও এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন ফিরোজ। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

 

এ ঘটনায় ভুক্তভোগী কাওসার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

 

অভিযুক্তরা হলেন, ওই এলাকার মজনু মিয়ার পুত্র ফিরোজ (৩৫), ওয়াহাব আলীর পুত্র ওবায়দুল (২৫), মৃত কফির উদ্দিনের পুত্র ওয়াহাব আলী, ওয়াহাব আলীর স্ত্রী  রশিদা বেগম (৪৫), মৃত শুকারুর পুত্র শাহিন (২৫)। 

 

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন