বিজ্ঞাপন
প্রফেসর মোহাম্মদ শাহ আলমের ৬৯তম জন্মদিনে রংপুর স্বরশৈলী পরিবার বিশেষ আয়োজন
বিজ্ঞাপন
বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, আবৃত্তিকার, সংগঠক, ভূতপূর্ব অধ্যাপক, বাংলা, কারমাইকেল কলেজ, রংপুর, স্বরশৈলির পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহ আলম এর উনসত্তর তম জন্মদিন উপলক্ষ্যে স্বরশৈলী পরিবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৬ই জুলাই বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ছিল, ফুলেল শুভেচ্ছা প্রদান, কেক কাটা, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনা।
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ, বাংলার চোখ, পাতা প্রকাশ ও বিভাগীয় লেখক পরিষদ, মৌচাক পরিবার, স্বরশৈলী আবৃত্তি, বিতর্ক, উপস্থাপন চর্চা কেন্দ্র, কারমাইকেল নাট্য-সাহিত্য সংসদ, বিতর্ক পরিষদ, কারমাইকেল কলেজ, স্পন্দন কারমাইকেল কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুশান্তখাঁ, ডা. মফিজুল ইসলাম মান্টু, নারায়ণ চন্দ্র বর্মা, শম আমজাদ হোসেন, এড, মাসুম হাসান, হালিমা খাতুন, আব্দুল মান্নান, মোনাব্বর হোসেন মনা, তৃপ্তি দত্ত, আব্দুল কুদ্দুস, সুনীল সরকার, তানবীর হোসেন আশরাফী, মাহমুদুনবী বাবুল, আমিনুল ইসলাম সরকার মিলন, মামুন উর রশিদ, কাজল চন্দ্র রায়, মহিব্বুল ইসলাম মুন, মারুফ হোসেন মাহবুব, নুরুল আমিন মিলন শেখ, জেসমিন আরা, সামিমা আক্তার লিমা, মমিনুল ইসলাম, মাকজিয়া হাসান দিবা, নাজমুন নাহার, আফিফা ইশরত, আইরিন, জাকির আহমদ, রেজাউল করিম জীবন, ডা. আসিফা ইশরত তনিমা, শফিকুল ইসলাম, খুশবী, এনাম, আল আমীন সহ অনেকেই।
আলোচকগণ প্রফেসর শাহআলমের সমৃদ্ধ ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন। প্রফেসর মোহাম্মদ শাহ আলম তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তিনি আয়োজন বৃন্দ ও উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রফেসর মোহাম্মদ শাহ আলম জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ পাঠ করেন আব্দুস সালাম। বারোয়ারি বিতর্কে অংশ নেন জয়লালা, পূজা, মিুশু, উর্ফা, ধরিত্রী, নিবেদিত কবিতা পাঠ করেন আফজাল হোসেন, নাসিরুজ্জামান মিল্টন। আবৃত্তি পরিবেশন করেন মামুন উর রশিদ, মাজহার মোর্শেদ, আব্দুস সালাম, সামিমা আক্তার লিমা, পূর্ণিমা রাজ, মেরিনা সুলতানা সম্পা, মুক্তি, রুমানা শারমিন, মিরা রায়, জাফিরুল মুজাদিহদ, মোজাহিদ, মিন্টুমিয়া, বর্ষা প্রমুখ। সংগীত পরিবেশন করেন- সুনীল সরকার, পুষ্পজিৎ রায়, মুনমহিব্বুল ইসলাম, রতন সরকার, লাভলী সরকার, মল্লিকা শর্মা, অনামিকা, বর্ষা, ধ্রব রায়, ঋদ্ধ, অয়নিকা প্রমুখ শিল্পীব্ন্দৃ। নাচে অংশ নেন সৃষ্টি।
সঞ্চালনায় ছিলেন মেহেদি মাসুদ।
খরব বিজ্ঞপ্তির।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন