বৃহস্পতিবার; ৭ নভেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বাড়ছে কুড়িগ্রামে কম খরচে চুইঝাল চাষ, বিক্রি হচ্ছে সারাদেশে কুড়িগ্রাম আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি গ্রেফতার কুড়িগ্রাম ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূমি অফিসের নথি পুড়লো চোরের সিগারেটের আগুনে, ২ চোর গ্রেফতার ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রংপুরে ডা. মমতাজ বেগম স্মরণে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার; ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. - ০৯:০৩ পি.এম. | দেখেছেন: ৮৮ জন।

রংপুরে ডা. মমতাজ বেগম স্মরণে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

 

ডা. মমতাজ বেগম স্মৃতি পরিষদ, রংপুর এর আয়োজনে এবং রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহযোগিতায় বিশিষ্ট চিকিৎসক, সংগঠক, আবৃত্তিকার প্রয়াত ডা. মমতাজ বেগম স্মরণে ০৬ই সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যায় রঙ্গপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করে ঘোষণা পত্র পাঠ করেন লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

 

এরপর সূচনা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগঠক শ ম আমজাদ হোসেন সরকার। স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, অধ্যাপক আব্দুস সোবহান, কবি নারায়ণ চন্দ্র বর্মা, এড. মাসুম হাসান, সুস্মিতা বণিক,অধ্যাপক আতাহার আলী খান, এ এস এম হাবিবুর রহমান, ডা. সমর্পিতা ঘোষ, রওশন আরা সোহেলী, হেলেন আরা সিডনি,সফুরা খাতুন, শরণ কুমার বর্মণ, সাংবাদিক শাহ আলম, মাহমুদা চৌধুরী, আল আমিন ও শারমিন। ডা. মমতাজ বেগমের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন ডা. নাছিমুল ইসলাম শোভন, মাহমুদা আখতার মিলা ও ডা. মাহনাজ ইসলাম মৈত্রী। ডা.মমতাজ বেগম এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খন্দকার মাহফুজার রহমান।

 

নিবেদিত কবিতা পাঠ করেন কবি ইয়ামিন বসুনিয়া, মল্লিকা শর্মা ও মাসুদ বিহঙ্গ। ডা. মমতাজ বেগমের ডায়েরী থেকে পাঠ করেন বাচিক শিল্পী কাজল চন্দ্র রায়। কবিতা আবৃত্তিতে অংশ নেন আব্দুল কুদ্দুস, মেহেদী মাসুদ, মেসবাউর রহমান, পূর্ণিমা রাজ, সঙ্গীতা রাণী , মামুন উর রশিদ। 

 

অনুষ্ঠানে ডা. মমতাজ বেগম স্মৃতি পরিষদের পক্ষ থেকে বাকশিল্পে বিশেষ অবদানের জন্য স্বরশৈলী আবৃত্তি, উপস্থাপন, বিতর্ক চর্চা কেন্দ্র,জেএনসি রোড, নূরপুর, রংপুরকে বিশেষ সম্মাননা -২০২৪ প্রদান করা হয়।

 

এর পূর্বে স্বরশৈলী সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন  সুনীল সরকার। সম্মাননা গ্রহণ শেষে অনুভূতি ব্যক্ত করেন স্বরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। 

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিনা সাফরিন, হাই হাফিজ,জেসমিন আরা, সুফি জাহিদ হোসেন, পারভীন আক্তার, মাহবুবুর রহমান, মকছুদার রহমান মুকুল, সাংবাদিক মিজানুর রহমান, আলমগীর হোসেন আলো, আতাউল করিম অতুল, সাংবাদিক রেজাউল করিম জীবন, সন্তোষ কুমার সরকার, বঙ্কিমচন্দ্র রায়, আলমগীর কবির, জয়ন্তী রাণী, নীল রতন সরকার, দিলীপ কুমার,অপরাজিতা, আমজাদ হোসেন, তৃপ্তি দত্ত, শম্ভু চরণ দাস,খুরশীদা খাতুন, তাজুল ইসলাম, কাকলী আক্তার, মাজেদুর রহমান ঝন্টু, পুষ্পজিৎ রায়, রেহানা পারভীন সোমা, ইয়াকুব আলী,রুপু মজুমদার,বাচ্চু কুমার দাস প্রমুখ।

 

সঞ্চালনায় ছিলেন ডা. মফিজুল ইসলাম মান্টু ও আব্দুছ ছালাম। 

 

 

 

 

খবর বিজ্ঞপ্তির।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন