শনিবার; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে "শব্দকথা সাহিত্য উৎসব" উদযাপন ও লেখক সম্মাননা প্রদান পঞ্চগড়ে ৯ কোটি টাকার আইস সহ যুবককে আটক করেছে বিজিবি রাজশাহীর মোহনপুরে বেড়েছে আলু চাষ কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অস্ত্র উদ্ধার
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রংপুর ও নীলফামারী জেলার কবি সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশিত: শুক্রবার; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রি. - ০৯:৪৮ পি.এম. | দেখেছেন: ১০৯ জন।

রংপুর ও নীলফামারী জেলার কবি সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

১৮ই এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে কবি, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য সামসুদ্দোহা সাহেবের নীলফামারী শহরস্থ নিজ বাসভবনে "দ্বৈত চেতনায় সৃজন আলো" শিরোনামে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

এতে রংপুরের রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদ ও নীলফামারীর নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির কবি, সাহিত্যিকরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব সামসুদ্দোহা। সভাপতি তাঁর বক্তব্যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং সাহিত্যের প্রতি তাঁর অনুরাগের কথা ব্যক্ত করেন। স্বাগত বক্তব্য রাখেন ও তাঁর লেখা বই "মমতার আলো ছায়া" অতিথিদের হাতে তুলে দেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক, রাজনৈতিক ব্যক্তিত্ব শ ম আমজাদ হোসেন সরকার, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজীবল হাসান চৌধুরী ( শাহীন), নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান,সমাজসেবী সেলিনা আখতার শেলী।

রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে দ্বৈত কবিতা আবৃত্তিতে অংশ নেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম ও জেসমিন আরা এবং মামুন উর রশিদ ও আব্দুছ ছালাম। স্বরচিত কবিতা পাঠ করেন পরিষদের সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ, কবি মাহমুদা চৌধুরী, আফজাল হোসেন ও মাজহার মোর্শেদ।

নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির পক্ষ থেকে স্বরচিত কবিতাপাঠ করেন একাডেমির সভাপতি সেলিনা সাথী, কবি শান্তিপদ রায়, আনোয়ারুল হক, আজমা আহসান, সুজা মৃধা, আলতাফ হোসেন, নুর মোঃ আলমগীর।

কবি সামসুদ্দোহা রচিত কবিতার বই "পাখি ও নক্ষত্রের প্রেম" এবং কবি সেলিনা সাথী ও শান্তিপদ রায় সম্পাদিত কবিতার বই "অবারিত নীল" রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদকে উপহার দেন।

রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদ মুখপত্র " রংপুর সাহিত্য পত্র " নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমিকে উপহার দেয়া হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।

 

 

খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন