শনিবার; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে "শব্দকথা সাহিত্য উৎসব" উদযাপন ও লেখক সম্মাননা প্রদান পঞ্চগড়ে ৯ কোটি টাকার আইস সহ যুবককে আটক করেছে বিজিবি রাজশাহীর মোহনপুরে বেড়েছে আলু চাষ কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অস্ত্র উদ্ধার
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের "ফলের আস্বাদ" অনুষ্ঠানের আয়োজন

প্রকাশিত: শনিবার; ৬ জুলাই, ২০২৪ খ্রি. - ০৩:০৬ পি.এম. | দেখেছেন: ১০১ জন।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

"মধু মাসে মধু - রসের আবেশ" এই বিষয়কে উপজীব্য করে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ ০৫ই জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বরস্থ কার্যালয়ে "ফলের আস্বাদ" অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি ড. নাসিমা আকতার। ফলের স্বাদ, পুষ্টিগুণ ও প্রাপ্যতা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। ফল ও ফল নিয়ে অনুষ্ঠান আয়োজনের অতীত ও বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে বক্তব্য রাখেন লেখক, চিকিৎসক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, পরিষদ উপদেষ্টা লেখক এড. মাসুম হাসান ও শ ম আমজাদ হোসেন সরকার।

 

ছড়া পাঠ করেন পরিষদ উপদেষ্টা নারায়ণ চন্দ্র বর্মা ও ছড়াকার সন্তোষ কুমার সরকার। স্বরচিত কবিতা পাঠ করেন কবি এ এস এম হাবিবুর রহমান, হাসনাইন রাব্বি। ফল নিয়ে স্মৃতিচারণ করেন পরিষদের সহ-সভাপতি সুনীল সরকার। অনুভূতি ব্যক্ত করেন, শফিকুল ইসলাম, মীরা রায়, উম্মে রেহানা বর্ষা, পূর্ণিমা রাজ।

 

সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বপন কুমার পাল, সুফি জাহিদ হোসেন, মল্লিকা শর্মা, রুপু মজুমদার, নীল রতন সরকার, স্মরণ কুমার বর্মণ। সঙ্গীতে আরো অংশ নেন, নারায়ণ চন্দ্র বর্মা, ডা. মফিজুল ইসলাম মান্টু, ড. নাসিমা আকতার, সুনীল সরকার ও উম্মে রেহানা বর্ষা। তবলায় সঙ্গত দেন চম্পক কুমার।

 

অনুষ্ঠান বাস্তবায়নে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ও উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। অনুষ্ঠানে পরিষদের আজীবন সদস্য কবি মীরা রায়কে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

আরো উপস্থিত ছিলেন পরিষদ উপদেষ্টা ডা. সমর্পিতা ঘোষ, আবৃত্তি শিল্পী জেসমিন আরা,সামীমা আক্তার লিমা,আব্দুল কুদ্দুস, রুমানা শারমিন, ফাতেমা হাবিব, নুরুল আমিন মিলন, মণীষা আক্তার, সিফাত, কবি আফজাল হোসেন, সরকার বাবলু, মাহবুবা লাভীন, দিলীপ কুমার,রাজেন দাস ও সমাজসেবক সালমা হোসেন পপি।

 

সঞ্চালনায় ছিলেন পরিষদের সহ-সাহিত্য সম্পাদক মেহেদী মাসুদ।

 

 

 

খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন