শুক্রবার; ৪ এপ্রিল, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন বগুড়ার কিছু অংশ জামালপুরে যুক্ত করার প্রতিবাদে বগুড়াবাসীর মানববন্ধন কুড়িগ্রামের হাইওয়ে রোডে ও বাস কাউন্টারে জরিমানা ছাত্রদল সভাপতিকে মারপিট করায় ছাত্রদল সদস্য বহিস্কার বাগমারায় মাদকের রমরমা ব্যবসা পুলিশ অভিযান দিলেই হতে হয় হয়রানির শিকার

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৫৫ তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার; ২০ এপ্রিল, ২০২৪ খ্রি. - ১০:১৫ পি.এম. | দেখেছেন: ১৬৯ জন।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৫৫ তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

 

বাংলা নববর্ষ ১৪৩১-কে স্বাগত জানিয়ে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৫৫ তম সাহিত্য বৈঠক ১৯ই এপ্রিল ২০২৪ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সহ সভাপতি সুনীল সরকার। সভাপতিসহ উপস্থিত অনেকেই বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার শিব নারায়ণ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

বাঙালি সংস্কৃতির নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু। পহেলা বৈশাখ উদযাপন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা করেন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ।

কবি রেজাউল করিমের কবিতা পাঠ করেন পরিষদের উপদেষ্টা লেখক শ ম আমজাদ হোসেন সরকার। কবি জীবনানন্দ দাশের কবিতা পাঠ করেন পরিষদ উপদেষ্টা লেখক এড. মাসুম হাসান।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি ডা . মফিজুল ইসলাম মান্টু, হেলেন আরা সিডনী, আফজাল হোসেন, মামুন উর রশিদ। ছড়া পাঠ করেন সুনীল সরকার।

কবিতা আবৃত্তিতে অংশ নেন, নীরেশ মুখার্জি, মেহেদী মাসুদ, মল্লিকা শর্মা, সুমাইয়া বিনতে শুধু।

সঞ্চালনায় ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম।

 

 

খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন