বিজ্ঞাপন
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৬৭তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞাপন
২৮জুন সন্ধ্যায় টাউন হল চত্বরস্থ কার্যালয়ে সদ্য প্রয়াত কবি অসীম সাহা স্মরণে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৬৭ তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ও পঠিত লেখাগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করেন পরিষদের সহ-সভাপতি সুনীল সরকার।
অসীম সাহার কাব্যে " জীবন ও বাস্তবতা" শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। অসীম সাহার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন, পরিষদ উপদেষ্টা লেখক এড.মাসুম হাসান ও শ ম আমজাদ হোসেন সরকার।
স্বরচিত কবিতা পাঠ করেন পরিষদের সাবেক সভাপতি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সোবহান, পরিষদ উপদেষ্টা কবি নারায়ণ চন্দ্র বর্মা, কবি খন্দকার মাহফুজার রহমান, সরকার বাবলু, হাসনাইন রাব্বি, সন্তোষ কুমার সরকার।
কবিতা আবৃত্তিতে অংশ নেন, আব্দুল কুদ্দুস, জেসমিন আরা। রংপুরের কবি, সাহিত্যিকদের মধ্যে কবি মতিউর রহমান বসনীয়া কাব্যনিধি, পরিষদের উপদেষ্টা সাবেক সাংসদ শাহানার বেগম, কবি তাসমীন আফরোজ ও পরিষদের জীবন সদস্য নাহিদ রীভার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
আগামী ০৫ই জুলাই ২০২৪ শুক্রবার ফল উৎসবে সকলের অংশগ্রহণ ও সহযোগিতাও কামনা করেন সাধারণ সম্পাদক।
বৈঠকটির সঞ্চালনায় ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম।
খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন