বিজ্ঞাপন
রবীন্দ্রজয়ন্তীতে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের বিশেষ অনুষ্ঠান
বিজ্ঞাপন
২৫শে বৈশাখ ১৪৩১ ,০৮ই মে ২০২৪ বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ টাউন হল চত্বরস্থ নিজস্ব কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক আফজাল হোসেন।" রবীন্দ্র সাহিত্যে প্রকৃতি চেতনা" শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদ সহ সভাপতি ড. নাসিমা আকতার।
প্রবন্ধের আলোকে সম্পূরক আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, পরিষদ উপদেষ্টা, লেখক এড. মাসুম হাসান, শ ম আমজাদ হোসেন সরকার, সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ।
রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতা পাঠ করেন, কবি এ এস এম হাবিবুর রহমান, মাহমুদা চৌধুরী, ইয়ামিন বসুনিয়া ও তাপস কুমার রায়। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তিতে অংশ নেন, বাচিক শিল্পী আব্দুল কুদ্দুস, মেহেদী মাসুদ, পুর্ণিমা রাজ, সোনামনি কলি ও সৃষ্টি।
রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুফি জাহিদ হোসেন,ডা. মফিজুল ইসলাম মান্টু, মল্লিকা শর্মা, সুনীল সরকার, পুষ্পজিৎ রায়, ইতি রাণী ও শফিকুল ইসলাম। পরিষদের রবীন্দ্র জয়ন্তীর আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম হাসিবুর রহমান, হারুন অর রশিদ লাল, সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া ও বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মীরা রায়, রিক্তা প্রসাদ, ঋদ্ধি, রানা। তবলায় সঙ্গত দেন ধ্রুব রায়।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন