বিজ্ঞাপন
ভোগডাঙ্গা স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত ম্যারাথন ভলিবল খেলা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
এ আর রাকিবুল হাসান,
কুড়িগ্রাম:
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা এ কে বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোগডাঙ্গা স্পোর্টিং ক্লাব কতৃক ম্যারাথন ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘদিন পর এই খেলা দেখতে পেয়ে খুশি বিভিন্ন বয়সী দর্শক। মাদক থেকে দুরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এই খেলার আয়োজন করা হয়েছে বলে জানান ভোগডাঙ্গা স্পোর্টিং ক্লাব।
খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করেন। তাদের মধ্যে খেলায় চ্যাম্পিয়ন হন শিংঝাড় গোল্ডষ্টার ক্লাব, রানার্স আপ হন ঘোগাদহ সাইক্লোন একাদশ। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম পলাশ সাবেক সভাপতি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামান আহমেদ (কাজল) অতিরিক্ত সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা,
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাদ্দাম হোসেন নয়ন সাধারণ সম্পাদক জেলা ছাএলীগ কুড়িগ্রাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম শরিফ সভাপতি বাংলাদেশ ছাএলীগ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা, মো: রায়হান মিয়াসহ একাধিক ব্যাক্তিবর্গ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল দুটিকে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন