শুক্রবার; ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
নিজের বাল্য বিয়ে নিজেই বন্ধ করে এখন লেখাপড়ার পাশাপাশি সংসার চালাচ্ছে শারমিন কুড়িগ্রামে প্রাইমারি শিক্ষকের সঙ্গে কলেজ ছাত্রীর অনৈতিক সম্পর্ক কুড়িগ্রামে ‘অর্থনৈতিক শুমারির ২০২৪’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ফুলবাড়ীতে বাল্যবিবাহকে না বলা ৩ জন মেয়ের জীবন কাহিনি মোহনপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার বাদিকে অপহরণে জড়িত কারা?
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বুধবার 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করছে কোটা আন্দোলনকারীরা

প্রকাশিত: বুধবার; ৩১ জুলাই, ২০২৪ খ্রি. - ০৯:০৪ পি.এম. | দেখেছেন: ৩০ জন।

আজ বুধবার 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করছে কোটা আন্দোলনকারীরা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

দেশব্যাপী কারফিউ জারির পর থেকে সমাবেশের স্বাধীনতার আলোকে বুধবার তাদের সবচেয়ে দৃশ্যমান কর্মসূচি 'মার্চ ফর জাস্টিস'ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।  ৯দফা দাবিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত চত্বর এবং প্রধান সড়কে 'মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে তারা।

 

‘সারাদেশে শিক্ষার্থী ও জনগণের ওপর গণহত্যা, মিথ্যা প্রচারণা, হামলা, মামলা, গুম ও হত্যার ঘটনা এবং জাতিসংঘের তদন্তের ভিত্তিতে বিচারে এবং ছাত্রসমাজ ও দেশের জনগণের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার আদালত, ক্যাম্পাস ও প্রধান সড়কে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করবে তারা।

 

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

 

আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠেয় এ কর্মসূচিতে শিক্ষার্থী ও জনগণকে উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা।

 

৯ দফা দাবির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পদত্যাগ করতে বলা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় ২৬৬ জনের বেশি নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।

 

এতে বলা হয়, গত কয়েকদিনে ঢাকায় দুই লাখের বেশি মানুষের বিরুদ্ধে মামলা করেছে সরকার, অথচ পুলিশ 'গ্রেপ্তার বাণিজ্যে' লিপ্ত।

এছাড়া সারাদেশে ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন