বিজ্ঞাপন
বঙ্গবন্ধু-জিয়াউর রহমানকে সম্মান দিতে হবে: সারজিস
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মানিত মানুষ। জিয়াউর রহমানও সম্মানিত মানুষ। তাদের সম্মান দিতে হবে। ১৫ আগস্ট শোক প্রকাশে বাধার বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই সমর্থন করে না। এটা মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, সেগুলোর তদন্ত চলছে। এসব কাজের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে।
তিনি আরো বলেন, আমরা ১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের পক্ষে নই। তবে কেউ শোক প্রকাশ করতে চাইলে, ফুল দিতে চাইলে তাদের সেখানে বাধা দেওয়া উচিত নয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার অধিকার কারো নেই। ১৫ আগস্ট গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যারা এটা করেছে তারা আমাদের কেউ নয়। অনেক ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিন