শনিবার; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বর্ণাঢ্য আয়োজনে "শব্দকথা সাহিত্য উৎসব" উদযাপন ও লেখক সম্মাননা প্রদান পঞ্চগড়ে ৯ কোটি টাকার আইস সহ যুবককে আটক করেছে বিজিবি রাজশাহীর মোহনপুরে বেড়েছে আলু চাষ কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অস্ত্র উদ্ধার
16 December

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নীলফামারীতে মাটি খুঁড়তেই মিললো রাইফেল, মাইন ও মর্টারশেল

প্রকাশিত: মঙ্গলবার; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রি. - ০৯:৪২ পি.এম. | দেখেছেন: ১২৩ জন।

নীলফামারীতে মাটি খুঁড়তেই মিললো রাইফেল, মাইন ও মর্টারশেল

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

নীলফামারীর কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল সংস্কার কাজে মাটি খননের সময় দুটি মাইন, একটি মর্টারশেল ও একটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার সিটরাজিব গ্রামে একটি পতিত জমি খননের সময় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘ক্যানেলের বাজার এলাকায় শ্রমিকরা পুকুর খননের জন্য মাটি খুঁড়তে গেলে শ্রমিকদের কোদালের সঙ্গে ভারী কিছু আটকে যায়। পরে কৌতূহলী শ্রমিকেরা মাটি সরিয়ে একটি রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টারশেল দেখতে পান। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে জায়গাটি ঘিরে রাখে।’

 

পুলিশ জানায়, ‘মুক্তিযুদ্ধের সময় উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল। উদ্ধারকৃত রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন ও মর্টারশেলটি তাজা রয়েছে।’

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, ‘থ্রি নট থ্রি রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় আছে।’

 

এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর জানান, ‘বর্তমানে ঘটনাস্থলটি পুলিশের নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিকটস্থ ক্যান্টনমেন্টের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এসব মাইন ও মর্টারশেল নিষ্ক্রিয় করবে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন