পঞ্চগড়ে বেসরকারি সংস্থা (এস কে এস)ফাউন্ডেশন এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধ:
পঞ্চগড়ে সদর ইউনিয়নের পূর্ব সিংপাড়া গ্রামে সদস্য ভর্তি নিয়ে ঋণ না দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, এবং জোরপূর্বক ঋণ পরিশোধ করিয়ে ঋণ না দেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা (এস কে এস) এনজিওর বিরুদ্ধে।
তথ্য সংগ্রহে জানাযায় শাহানা বেগম (৩৮) এবং স্বামী ছলেমান মিয়া একজন কাঠমিস্ত্রি (এস কে এস) এনজিওতে ঋণের জন্য আবেদন করেন, সামান্য কিছু টাকা নিয়ে ভর্তি করান এনজিও কর্মী,
এক মাস ঘোরানোর পরেও ঋণ মেলেনি শাহানার , নাজিনা আক্তার কেয়া পুরনো সদস্য নিয়েছিলেন ত্রিশ হাজার টাকা,
ঋণ পরিশোধ শেষে এক লক্ষ টাকা লোন দেয়ার আশ্বাস দেখিয়ে, বেশ কয়েকটা কিস্তি ডবল পরিষদ করিয়ে নেন এনজিও কর্মী, ঋণ পরিশোধ শেষে পুরনো বইও কেটে দেন এনজিও কর্মী, ওই গ্রামে একই ঘটনায় বিপদগ্রস্ত হয়েছেন অনেকেই,
এনজিও কর্মীর সাথে কথা বলে জানা যায় ঋণ পাশ করছেন না পঞ্চগড় (এস কে এস) এর এরিয়া ম্যানেজার। এদিকে ঈদের আগে মানুষকে হয়রানি ও বিপদগ্রস্ত করায় ক্ষুব্ধ এলাকাবাসী
(এসকেএস) এনজিওর বিরুদ্ধে জরুরি আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন