মঙ্গলবার; ১১ মার্চ, ২০২৫ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
দিনভর নানা নাটকীয়তার পর কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক ঋণের টাকা আদায়ে বিআরডিবি কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ফুলবাড়ীতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন ম্যাটস্’র কোর্স কারিকুলাম ও চার দফা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

পঞ্চগড়ে একদিনের বৃষ্টিপাতে তলিয়ে গেছে

প্রকাশিত: রবিবার; ৭ জুলাই, ২০২৪ খ্রি. - ০৫:৫৮ পি.এম. | দেখেছেন: ৫৩ জন।

পঞ্চগড়ে একদিনের বৃষ্টিপাতে তলিয়ে গেছে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন

এ,কে,এম আসাদুজ্জামান রানা

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

 

 

পঞ্চগড়ে একদিনের বৃষ্টিপাতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল পঞ্চগড়ে একদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। ভারী বৃষ্টিতে নদী ও পুকুর ভরাট হয়ে জেলার বিভিন্ন স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 

এদিকে বৃষ্টির পানিতে শহরের পৌর এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। বেড়েছে জনদূর্ভোগ। স্থানীয়রা বলছেন, পৌরসভা কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

আগামীকালও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে করতোয়া, মহানন্দাসহ জেলার উপর দিয়ে প্রবাহিত অন্যান্য নদীতে পানি বেড়েছে। করতোয়া নদীতে শহরের ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৩ দশমিক ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেবীগঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার ২ দশমিক ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 

বৃষ্টিপাত অব্যাহত থাকলে রাতেই বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন