বিজ্ঞাপন
পঞ্চগড় সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি সমাবেশে জনসমুদ্রে পরিণত
বিজ্ঞাপন
এ,কে,এম আসাদুজ্জামান রানা
পঞ্চগড় জেলা প্রতিনিধি :
সাম্য সম্প্রতি মানবিক বাংলাদেশ বির্ণিমানে অদ্য ২২ ডিসেম্বর ২০২৪ইং তারিখ রবিবার বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে বোদা দেবীগঞ্জ উপজেলা ও পঞ্চগড় পৌর শাখা বিএনপি এক সমাবেশের আয়োজন করে।
পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সাবেক মন্ত্রী ওবিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন,কেন্দ্রীয বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলামকাচ্চু, পৌর বিএনপি নেতা সাবেক মেয়র মো: তৌহিদুল ইসলাম এবং পঞ্চগড়সহ বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে বলেছেন-
শেখ হাসিনা গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের হাত থেকে নিজের জীবন বাঁচানোর জন্য দলের নেতাকর্মীসহ সবাইকে বিপদে ফেলে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করে একটা মিথ্যা প্রচারনা করে বলছে, এ দেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে। কারো কারো কাছে নাকি চাঁদা চাওয়া হচ্ছে।
তিনি সমাবেশে উপস্থিত হিন্দু সম্প্রদায় দর্শক জনতাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে বলেন- আমাদের হিন্দু ভাইয়েরা এখানে বসে আছেন, আপনারা বলেনতো এরকম কোথাও কি হয়েছে? হয়নি, আমরা এ অঞ্চলের মানুষ শান্তি প্রিয়।হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এক সাথে আমরা এদেশে বসবাস করি।
তিনি আরো বলেন, আমরা জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। দেশকে গড়ে তুলতে চাই।
বিএনপির আয়োজিত উক্ত এই সমাবেশে উৎসুক জনতার ঢল নেমে পরিণত হয়েছিল যেন এক মহা-জনসমুদ্রের।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন